SIR draft Roll: বুথ ধরে-ধরে নাম বাদের তালিকা সামনে, এইভাবে দেখতে পারেন

Dec 16, 2025 | 8:02 PM

SIR: একই সঙ্গে দেখা যাচ্ছে খসড়া তালিকা এবং নাম বাদের তালিকা। ঠিক যেমন ভাবে ২০০২ সালের তালিকা নিজের নাম খুঁজছিলেন ভোটাররা, এক্ষেত্রেও সেই একই নিয়ম। কমিশন প্রদত্ত ওয়েবসাইট- ceowestbengal.wb.gov.in/asd_SIR –এ গেলেই দেখা যাবে নাম বাদের তালিকা। প্রথমেই ক্লিক করে চলে যান এই ওয়েবসাইটে। তারপর আপনার চোখের সামনে ভেসে উঠবে তিনটি অপশন।

প্রকাশিত হল খসড়া তালিকা। সঙ্গে এল নাম বাদের তালিকাও। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ খসড়া তালিকা প্রকাশের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সকাল সোয়া ৯টার মধ্য়ে সেই তালিকাগুলি প্রকাশ করে দিয়েছে সিইও দফতর। একই সঙ্গে দেখা যাচ্ছে খসড়া তালিকা এবং নাম বাদের তালিকা। ঠিক যেমন ভাবে ২০০২ সালের তালিকা নিজের নাম খুঁজছিলেন ভোটাররা, এক্ষেত্রেও সেই একই নিয়ম। কমিশন প্রদত্ত ওয়েবসাইট- ceowestbengal.wb.gov.in/asd_SIR –এ গেলেই দেখা যাবে নাম বাদের তালিকা। প্রথমেই ক্লিক করে চলে যান এই ওয়েবসাইটে। তারপর আপনার চোখের সামনে ভেসে উঠবে তিনটি অপশন।

Published on: Dec 16, 2025 08:01 PM