
কলকাতা: শহরের ব্যস্ততম জায়গাগুলির মধ্যে অন্যতম হল কলকাতা বিমানবন্দর। এবার এই বিমানবন্দর থেকে খুব কম সময়ে চলে যাওয়া যাবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। কারণ, আগামী ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প। যার মধ্যে অন্যতম নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ মেট্রো স্টেশন পরিষেবা। আর এয়ারপোর্ট অর্থাৎ জয়-হিন্দ মেট্রো স্টেশনের উদ্বোধন হয়ে গেলেই খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। শুধু তাই নয়, বাইপাসের জ্যাম এড়িয়ে চলে যাওয়া যাবে বারাসত থেকে কবি সুভাষ। অর্থাৎ, উত্তর থেকে দক্ষিণ জুড়বে খুব সহজেই।
মেট্রো রেল সূত্রে খবর, নোয়াপাড়া – বারাসত মেট্রো করিডরের অন্তর্গত কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন মূলত দুটি করিডরের সংযোগস্থল হতে চলেছে। একটি হল, হলুদ লাইন বা নোয়াপাড়া-বারাসত মেট্রো করিডর। অপরটি, কবি সুভাষ থেকে জয়-হিন্দ বা এয়ারপোর্ট করিডর।
কীভাবে তৈরি হচ্ছে এই রুট?
মেট্রোর তরফে জানানো হয়েছে, নোয়াপাড়া থেকে বারাসত (হলুদ লাইন) মেট্রো প্রকল্পের দৈর্ঘ্য হচ্ছে ১৮.১৩ কিলোমিটার। এই করিডরের ১২.৭৭ কিলোমিটার অংশ মাটির উপরে থাকা ব্রিজ দিয়ে যাবে। বাকি ৫.৩৬ কিলোমিটার অংশ ভূ-গর্ভের দিয়ে যাবে। এই প্রকল্পের মধ্যে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত প্রায় ৭.০৪ কিমি অংশের কাজ শেষ। ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো পর্যন্ত (৭.০৪ কিমি) অংশের পরিদর্শনের পর ‘কমিশনার অফ রেলওয়ে সেফটি’ ছাড়পত্র দিয়েছে। নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত প্রস্তাবিত এই মেট্রো করিডরে মোট দৈর্ঘ্য ১৮.০২ কিলোমিটার।
আগামী দিনে অর্থাৎ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর মেট্রো চলবে যে স্টেশনগুলি থেকে সেগুলি হল- দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন।
এখনও কাজ বাকি আছে- বিরাটি, মাইকেল নগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসত স্টেশনের।
একই সঙ্গে, কাজ চলছে কবি সুভাষ থেকে এয়ারপোর্টেরও।
এই কাজগুলি সম্পূর্ণ হলেই সরাসরি বারাসত থেকে প্রথমে এয়ারপোর্ট আর তারপর এয়ারপোর্ট থেকে কবি সুভাষ পৌঁছে যাওয়া যাবে।
কোন রুটে যাবেন বারাসত থেকে কবি সুভাষ বা নিউ গড়িয়া ?
মেট্রোর পুরো প্রজেক্ট তৈরি হয়ে গেলে বারাসত থেকে যিনি নিউ গড়িয়া যাবেন, তাঁকে আসতে হবে প্রথমে কলকাতা বিমান বন্দরে (হলুদ লাইন)। এই বিমান বন্দরে পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে। যে প্ল্যাটফর্মে নামবেন, তার উল্টো দিকে গিয়ে কবি সুভাষ থেকে কলকাতা বিমান বন্দর করিডরের কবি সুভাষ গামী মেট্রো ধরতে হবে। তাহলেই পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে।