
কলকাতা: রেজিস্ট্রেশন করতেই হবে। না করলেই বাতিল। ডেডলাইন ৩০ নভেম্বর। রাজ্যের সমস্ত টোটোকে আইনি কাঠামোর আওতায় আনতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে সরকার। ৩০ নভেম্বরের মধ্যেই সেড়ে ফেলতে হবে যাবতীয় কাজ। থেকে প্রতিটি টোটোর একটি নির্দিষ্ট নম্বর থাকবে, যা ছাড়া রাস্তায় গাড়ি নামানো যাবে না। সেই টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর পেতে কী করতে হবে, কোথায় যেতে হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সরকার বিজ্ঞপ্তি দিলেও ধোঁয়াশা কাটছে না টোটো চালকদের। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আগেই জানিয়েছেন এখনও পর্যন্ত গোটা রাজ্যে চলা টোটোর মোট পরিসংখ্যান সরকারের কাছে নেই। ফলে কোনও দুর্ঘটনার কবলে পড়লে বা অপরাধমূলক কাজকর্মে টোটো ব্যবহৃত হলে, সেগুলিকে চিহ্নিত করা রীতিমতো কঠিন হয়ে পড়ত। সরকার বলছে এখন রেজিস্ট্রেশনের হলে প্রতিটি গাড়ির মালিক এবং চালকের তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত থাকবে। একইসঙ্গে রেজিস্ট্রার্ড টোটোগুলি সরকারি প্রকল্পের সুবিধাও পেতে পারে। প্রাথমিকভাবে রেজিস্ট্রেশনের...