SSC Recruitment: ‘দাগি’ চাকরিহারাদের কীভাবে চিহ্নিত করবে SSC? আবেদন কি আদৌ আটকানো যাবে?

SSC Recruitment: এখনও পর্যন্ত এসএসসি-র কাছে মোট আবেদন জমা পড়েছে সাড়ে ৩ লক্ষ। এসএসসি সূত্রে খবর, এর মধ্যে মাত্র কয়েকশ যোগ্য প্রার্থী আবেদন করেছেন।

SSC Recruitment: দাগি চাকরিহারাদের কীভাবে চিহ্নিত করবে SSC? আবেদন কি আদৌ আটকানো যাবে?
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 11, 2025 | 12:53 PM

কলকাতা: চিহ্নিত অযোগ্য প্রার্থীদের নতুন নিয়োগের সুযোগ দেওয়া হবে না। স্কুল সার্ভিস কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাঁরা ইতিমধ্যেই অযোগ্য হওয়া সত্ত্বেও আবেদন করেছেন, তাঁদের আবেদনও বাতিল করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল, অযোগ্যদের ধরা সম্ভব কীভাবে? কীভাবে তাঁদের আবেদন আটকাবে এসএসসি?

এসএসসি সূত্রে খবর, দাগি আবেদনকারীদের এখনই ধরার কোনও উপায় নেই এসএসসি-র কাছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই অনুযায়ী এসএসসি-র পোর্টালে যোগ‍্যতা সম্পন্ন যে কেউই আবেদন করতে পারবেন। দাগিদের আবেদন বন্ধ করার কোনও প্রযুক্তি নেই এসএসসি-র পোর্টালে।

যাঁরা চিহ্নিত যোগ্য, তাঁদের তালিকা রয়েছে এসএসসি-র কাছে। ফলে আবেদন করার সময় প্রার্থীরা যদি সঠিক নাম ও রোল নম্বর দেন, তাহলে ১০ নম্বরের গ্রেস মার্কের জন‍্য যোগ‍্য বলে বিবেচিত হবেন তাঁরা। এখনও পর্যন্ত এসএসসি-র কাছে মোট আবেদন জমা পড়েছে সাড়ে ৩ লক্ষ। এসএসসি সূত্রে খবর, এর মধ্যে মাত্র কয়েকশ যোগ্য প্রার্থী আবেদন করেছেন। আর এসএসসি চিহ্নিত অযোগ্যদের চিনতে পারবে। আবেদনের প্রক্রিয়া শেষ হলে ভেরিফিকেশনের সময়ই দাগিদের ছেঁটে ফেলতে পারবে এসএসসি, তার আগে নয়।

এসএসসি সওয়াল করেছিল, যাতে চিহ্নিত অযোগ্যদের নতুন নিয়োগে সুযোগ দেওয়া হয়। কিন্তু যেহেতু তাঁদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তাই তাঁদের নতুন করে সুযোগ দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট।