Kolkata Metro: রবিবার করে এই লাইনে আপাতত বন্ধ মেট্রো, কবে সচল হবে পরিষেবা? জানুন…

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, প্রত্যেক রবিবার করে প্রযুক্তিগতভাবে পরীক্ষা চলবে। সেই জন্যই বন্ধ রাখা হয়েছে পরিষেবা। বস্তুত শহরের বিভিন্ন জায়গায় মেট্রো সম্প্রসারণের কাজ চলছে। তারই মধ্যে একটি হল এই ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন।

Kolkata Metro: রবিবার করে এই লাইনে আপাতত বন্ধ মেট্রো, কবে সচল হবে পরিষেবা? জানুন...
ফাইল ফোটোImage Credit source: Kolkata metro

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 20, 2025 | 9:09 AM

কলকাতা: এবার থেকে বন্ধ রাখা হবে কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডর। রবিবার করে বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ (Sector V) রবিবারে কোনও মেট্রো চলবে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত সেই রকমই বন্ধ রাখা হবে পরিষেবা। তবে দক্ষিণেশ্ব থেকে-কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে প্রতিদিন।

কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, প্রত্যেক রবিবার করে প্রযুক্তিগতভাবে পরীক্ষা চলবে। সেই জন্যই বন্ধ রাখা হয়েছে পরিষেবা। বস্তুত শহরের বিভিন্ন জায়গায় মেট্রো সম্প্রসারণের কাজ চলছে। তারই মধ্যে একটি হল এই ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন।

ফলত, এই লাইনটি চালু হলে যাত্রীদের অনেকাংশেই সুবিধা হবে বলে মনে করছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। এই লাইন চালু হলে হাওড়া ময়দানের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবে সল্টলেক সেক্টর ফাইভ। প্রসঙ্গত, এই লাইনে এখন দুভাবে মেট্রো চলে। প্রথমটি হল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। যেটি গঙ্গার নিচ থেকে যায়। আর একটি হল শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ। এবার থেকে এই লাইনেই রবিবার করে কাজ শুরু হবে। যেহেতু ছুটির দিনে অন্যান্য বারের তুলনায় মেট্রোর উপর চাপ খানিক কম থাকে তাই মেট্রোর কাজের সম্প্রসারণের জন্য রবিবারকেই বেছে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।