Howrah-Puri Special Vande Bharat: এবার হাওড়া-পুরী স্পেশাল বন্দে ভারত, জানুন সময়সূচি

Vande Bharat Express: শুধু পুরীই নয়, এই স্পেশাল ট্রেনে চাইলে হাওড়া-পুরীর মাঝে একাধিক পর্যটনস্থল যাওয়ার সুযোগ থাকবে। কারণ, এই বিশেষ ট্রেন থামবে খড়গপুর, বালাশোর, ভদ্রক, জাজপুর কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে। অতিরিক্ত ৬ হাজার ৭৬৮ টি সিট থাকবে। থাকবে ১২টি এসি চেয়ার কার ও ২টি এক্সিকিউটিভ চেয়ার কার।

Howrah-Puri Special Vande Bharat: এবার হাওড়া-পুরী স্পেশাল বন্দে ভারত, জানুন সময়সূচি
বন্দে ভারত এক্সপ্রেস (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Jan 09, 2024 | 2:24 PM

কলকাতা: ডিসেম্বর মাস থেকে উপচে পড়া ভিড় থাকে পুরীর পথে। হাওড়া থেকে যত ট্রেন ছাড়ে, টিকিট বুকিং কোন কালে সারা। জানুয়ারিতে টিকিট কেটে পুরী যাওয়া কার্যত চ্যালেঞ্জ। তবে পর্যটকদের কথা ভেবে স্পেশাল বন্দে ভারত চালাচ্ছে পূর্ব রেল। হাওড়া-পুরী স্পেশাল বন্দে ভারত চালানো হচ্ছে বলে জানিয়েছে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানান, “ভ্রমণপ্রিয় মানুষের কথা ভেবেই স্পেশাল বন্দে ভারত চালানো হচ্ছে। বাংলা থেকে শীতের মরসুমে প্রচুর মানুষ পুরী যান। এই পরিষেবায় তাঁরা উপকৃত হবেন।

১১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার হাওড়া-পুরী-হাওড়া স্পেশাল বন্দে ভারত চলবে। অর্থাৎ ১১ তারিখ, ১৮ তারিখ ও ২৫ তারিখ তিনদিন এই বিশেষ ট্রেন হাওড়া থেকে ছাড়বে। সকাল ৬টা ১০-এ ছাড়বে ট্রেন। পুরী পৌঁছবে দুপুর ১২টায়। আবার ওইদিনই দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে স্পেশাল বন্দে ভারতটি। রাত ৮টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি।

শুধু পুরীই নয়, এই স্পেশাল ট্রেনে চাইলে হাওড়া-পুরীর মাঝে একাধিক পর্যটনস্থল যাওয়ার সুযোগ থাকবে। কারণ, এই বিশেষ ট্রেন থামবে খড়গপুর, বালাশোর, ভদ্রক, জাজপুর কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে। অতিরিক্ত ৬ হাজার ৭৬৮ টি সিট থাকবে। থাকবে ১২টি এসি চেয়ার কার ও ২টি এক্সিকিউটিভ চেয়ার কার। পিআরএস ও ইন্টারনেটে টিকিট বুকিং করা যাবে।