Gold Recovery: গেঞ্জির কলারে লুকানো সোনা! পাচারের অভিনব ছক বানচাল কলকাতা বিমানবন্দরে

Gold Smuggling: সন্দেহভাজন এক ব্যক্তিতে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৩৪৬.২২ গ্রাম সোনার পেস্ট। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা।

Gold Recovery: গেঞ্জির কলারে লুকানো সোনা! পাচারের অভিনব ছক বানচাল কলকাতা বিমানবন্দরে
সোনার প্রতীকী ছবি

| Edited By: Soumya Saha

Feb 10, 2023 | 11:38 AM

কলকাতা: ফের লাখ লাখ টাকার সোনা উদ্ধার কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। অভিনব কায়দায় কলকাতায় নিয়ে আসা হচ্ছিল সোনা (Gold Recovery)। সোনার পেস্ট তৈরি করে টি-শার্টের কলারে লুকিয়ে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু বিমানবন্দর থেকে বেরনোর আগেই তা উদ্ধার করলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক দফতরের আধিকারিকরা। সন্দেহভাজন এক ব্যক্তিতে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৩৪৬.২২ গ্রাম সোনার পেস্ট। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা। শুল্ক দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই সেই সোনার পেস্ট বাজেয়াপ্ত করেছেন। ওই ব্যক্তিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে নূর সেলিম মহম্মদ নামে ওই ব্যক্তি ব্যাঙ্কক থেকে এক বেসরকারি উড়ান সংস্থার বিমানে কলকাতায় আসেন। কলকাতা বিমানবন্দরে নামার পর তাঁর চালচলন দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের আধিকারিকদের। এরপর তাঁকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে লুকিয়ে রাখা ওই সোনার পেস্ট। কোথা থেকে এই সোনা এল, সেই বিষয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি নূর সেলিম মহম্মদ নামে ওই ব্যক্তি। তাতে সন্দেহ আরও বাড়ে আধিকারিকদের। এরপরই ওই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং ওই সোনা বাজেয়াপ্ত করা হয়। কী উদ্দেশ্যে, কোথা থেকে এই সোনা নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন শুল্ক দফতরের আধিকারিকরা।

প্রসঙ্গত, এর আগেও কলকাতা বিমানবন্দর থেকে সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে। সোনার পেস্ট তৈরি করে তা লুকিয়ে বিদেশ থেকে নিয়ে আসা হচ্ছিল বিমানবন্দরে। যদিও বিমানবন্দর চত্বর থেকে বেরোনোর আগেই শুল্ক দফতরের আধিকারিকরা সেগুলি বাজেয়াপ্ত করে নিয়েছিলেন। তবে বার বার এমন ঘটনা ঘটায় কলকাতা বিমানবন্দর দিয়ে সোনা পাচারের চেষ্টার বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন জাগছে আমজনতার মনেও। এবার ফের ব্যাংকক থেকে আগত বিমানযাত্রীর থেকে সোনা উদ্ধার হল কলকাতা বিমানবন্দরে।