কলকাতা: কলকাতা শহর থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে মাদক। শুল্ক দফতরের গোয়েন্দারা শনিবার কলকাতার ২ জায়গায় অভিযান চালিয়েছিলেন। সেই অভিযানেই উদ্ধার হয়েছে আড়াই কেজিরও বেশি হেরোইন। এই হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে। মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িয়ে রয়েছে তা জানারক চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। সেই সঙ্গে কোথা থেকে এই মাদক আনা হয়েছিল বা কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ।
শহরে হেরোইন পাচার করা হবে। এ রকম খবর সূত্রে মারফত পেয়েছিলেন শুল্ক দফতরের গোয়েন্দারা। গোপন সূত্রে সেই খবর পেয়ে, শনিবার তেঘড়িয়া এলাকায় অভিযান চালান গোয়েন্দারা। সেখানে ৯৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সঙ্গে গ্রেফতার করে এক ব্যক্তিকে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খিদিরপুর এলাকায় অভিযান চালানো হয়। খিদিরপুরে অভিযান চালিয়ে গোয়েন্দারা ১ হাজার ৬২৭ গ্রাম হেরোইন উদ্ধার করেন। সেখানেও এক ব্যক্তিকে গ্রেফতার করেন। ধৃত ২ জন মাদক কারবারিকেই নিজেদের হেফাজতে রেখেছেন গোয়োন্দারা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পাচারের ব্যাপারে আরও তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতার দু’জায়গা থেকে উদ্ধার হওয়া হেরোইনে আনুমানিক বাজর মূল্য ১০ কোটি ৪০ লক্ষ টাকা।
জুলাই মাসেই পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত রাজুযা গ্রাম থেকে হেরোইন তৈরির ল্যাবরেটরির খোঁজ মেলে। সেখান থেকে বিপুল পরিমাণ হেরোইন তৈরির কাঁচামাল উদ্ধার হয়। এক প্রাক্তন নৌসেনা কর্মীর বাড়িতে ছিল এই মাদক তৈরির কারখানা। ওই নৌসেনা কর্মী ও তাঁর এক সাগরেদকে এই ঘটনায় গ্রেফতারের পাশাপাশি কলকাতা থেকেও ২ জনকে গ্রেফতার করা হয়েছিল।