কলকাতা: পুজোর মরশুমে ভিড় বাড়ছে কলকাতায়। শুধু শহর ও শহরতলিই নয়, আশপাশের জেলাগুলি থেকেও প্রচুর মানুষ আসছেন কলকাতার দুর্গাপুজো (Durga Puja in Kolkata) দেখতে। ভিড় সামলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে পুলিশ। যানজটের চক্কর এড়াতে তাই এখন মেট্রোই (Kolkata Metro) প্রথম পছন্দ হয়ে উঠছে শহর কলকাতায়। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীরা অল্প সময়ে বেশি পুজো ঘুরে দেখার জন্য বেছে নিচ্ছেন মেট্রো পরিষেবাকেই। শুধু চতুর্থীতেই দক্ষিণেশ্বর – কবি সুভাষ লাইনে মেট্রোয় চেপেছেন প্রায় সাড়ে ৭ লাখ যাত্রী। মেট্রোয় তিল ধারণের জায়গা নেই। প্রতিটি প্লাটফর্মে গিজ গিজ করছে দর্শনার্থীদের ভিড়। গতকাল (চতুর্থীতে) ৭ লাখ ৪৯ হাজার ১৬০ জন যাত্রী মেট্রোয় চেপেছেন। তৃতীয়াতেও মেট্রোর নর্থ-সাউথ লাইনে যাত্রীদের ভিড় ছিল সাত লাখের উপরে।
চতুর্থীতে সবথেকে বেশি যাত্রী উঠেছে দমদম থেকে। প্রায় সাড়ে ৭৬ হাজার। এছাড়া এসপ্ল্যানেড, কালীঘাট মেট্রো স্টেশনেও ৫০ হাজারের উপরে যাত্রীর ভিড় ছিল। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে গতকাল যাত্রীর সংখ্যা ছিল ৪৫ হাজারেরও বেশি। পুজোর মরশুমে যাত্রী পরিষেবায় কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও। গতকালও ২৮৮টি মেট্রো চলাচল করেছে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে।
দেবীর বোধন এখনও হয়নি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এখনও বাকি। পুজোর বাকি দিনগুলিতে যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই কারণে সপ্তমী থেকে নবমী পর্যন্ত দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে সারা রাত মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো।
গত প্রায় এক মাস ধরেই মেট্রোয় ভিড় বাড়তে শুরু করেছিল। পুজোর মুখে কেনাকাটির জন্য প্রচুর মানুষ মেট্রো পরিষেবা ব্যবহার করেছেন। মেট্রোর ভিড়ের সেই ঊর্ধ্বমুখী গ্রাফ এখন কার্যত উপচে পড়ছে।