
কলকাতা: সাতসকালে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারে ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন। সেখান থেকে পাশের বিল্ডিংয়েও ছড়িয়ে পড়ল আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। তবে দোকানের ভিতরে প্রচুর ইলেকট্রিক সামগ্রী থাকায়, সেগুলি দুমদাম শব্দে ফাটছে। প্রাণপণে চেষ্টা করছেন দমকল কর্মীরা, তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ে। শেষে ২৪টি ইঞ্জিনের লাগাতার লড়াইয়ে দশটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একশোরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে।
জানা গিয়েছে, আজ, শনিবার (১৫ নভেম্বর) ভোর ৫টা নাগাদ আগুন লাগে ১৭ নং এজরা স্ট্রিটে। একটি ইলেকট্রিক দোকানের দ্বিতীয় তলে হঠাৎ আগুন লেগে যায়। প্রথমে আশেপাশের বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন, এরপরে দমকলে খবর দেন। প্রথমে ৬টি ইঞ্জিন পৌঁছেছে। আরও দমকলের ইঞ্জিন যাচ্ছে বলেই জানা গিয়েছে।
যেহেতু প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে, সেগুলি দুমদাম ফাটতে শুরু করে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে হু হু করে আগুন ছড়িয়ে পড়তে থাকে। দোকানটি যে বিল্ডিংয়ে, সেটি সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে গিয়েছে।
দমকলের আশঙ্কা সত্যি করেই উল্টোদিকের আরও একটি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে। একের পর এক তলে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে কারণ আশেপাশের সমস্ত দোকানই ইলেকট্রিক সামগ্রীর। বৈদ্যুতিন সামগ্রী থাকায় এবং এসি থাকায় হু হু করে আগুন ছড়িয়ে পড়ছে। বিল্ডিংয়ের মাঝের অংশে পৌছনো যাচ্ছে না। গলির দুই দিক থেকে দমকলের কর্মীরা জল দিচ্ছেন। বিল্ডিংগুলি ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে।
গোটা বিল্ডিং আগুনের গ্রাসে।
সময় যত গড়াচ্ছে, আগুন আরও ছড়িয়ে পড়ছে, যে দোকানে আগুন লেগেছিল, সেই বিল্ডিংটি সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে গিয়েছে। উল্টোদিকের বিল্ডিংয়ে প্রথমে একটি তলে আগুন ছড়িয়ে পড়েছিল, এখন তা একের পর এক তল থেকে ছাদ পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। সিলিন্ডার ফাটার শব্দ আসছে পরপর। আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। দমকল কর্মীরা কোনওমতে পাশের বিল্ডিংয়ের ছাদে পৌঁছতে পেরেছেন। তবে আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। যে বিল্ডিংয়ে প্রথম আগুন লেগেছিল, যতক্ষণ সেই বিল্ডিংয়ের মাঝখানের অংশের আগুন নেভানো যাচ্ছে না, ততক্ষণ বাকি অংশের আগুনও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের পৌঁছতে সমস্যা হচ্ছে। বাড়ির ছাদগুলি টিনের হওয়ায়, আগুনে তেঁতে রয়েছে, দমকলকর্মীরা যেতে পারছেন না।
উল্টোদিকের এই বিল্ডিংয়েও ছড়িয়ে পড়েছে আগুন।
আশেপাশের সমস্ত বাড়িতে অগ্নিসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দমকলকর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। স্থানীয় বাসিন্দারাও আশেপাশের বিল্ডিং থেকে জল দিচ্ছেন।