কলকাতা: তিনি ধর্মে বিশ্বাসী। তাই সিপিআইএম-এ যাওয়া সম্ভব হল না। মঙ্গলবার (৫ মার্চ), কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন তিনি খুব শিগগিরই বিজেপিতে যোগ দেবেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে বিজেপিকেই কি তিনি একমাত্র উপযুক্ত দল বলে মনে করেন? অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানান, অন্য দলের সঙ্গে মিলমিশ হল না বলেই তিনি বিজেপিকে বেছে নিয়েছেন রাজনীতিতে যোগ দেওয়ার জন্য। এই প্রসঙ্গেই তিনি জানান সিপিআইএম-এর কথা। জানান, তিনি ধর্মে বিশ্বাসী বলেই সিপিআইএম-এ যোগ দিতে পারবেন না।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “অনেক দল আছে। কিন্তু তাদের সঙ্গে আমার মিলমিশ হয়নি। যেমন ধরুন সিপিআইএম। আমি যেতে পারতাম। কিন্ত আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি। আমি ধর্মে বিশ্বাস করি। আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না। হয়তো ভিতরে ভিতরে করে, বাইরে বলে আমরা করি না। তো তাদের সঙ্গে আমার মৌলিক কোনও মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কী করব?”
বস্তুত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসন থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেবেন শুনে, অনেকেই মনে করেছিলেন, তিনি বাম রাজনীতিতে যোগ দিতে পারেন। বিশেষ করে বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সম্পর্কে তাঁর অগাধ শ্রদ্ধার কারণে, দীর্ঘদিন ধরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাম ঘনিষ্ঠ বলে ধারণা ছিল জনমানসে। এজলাসে বিভিন্ন সময় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে গুরু বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুদিন আগে, তিনি যখন বিচারপতির আসন থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন, সেই দিনও বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, ”আমি মনে করি না উনি বিজেপিতে যোগ দেবেন। দুর্নীতির বিরুদ্ধে উনি যদি লড়াই করতে চান, তাহলে তৃণমূল বা বিজেপির মত কোনও দলের সঙ্গে তাঁর যোগাযোগ রাখা সম্ভব না। দু’টি দলই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত।”
এদিন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, তাঁর বাম পথে যাওয়া কাঁটা হল ধর্মই। রামের ডাকেই সাড়া দিলেন তিনি।