RG Kar: পরিস্থিতি অনুকূলে থাকলে রবিবার পলিগ্রাফ টেস্টের মুখোমুখি বসবে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 24, 2024 | 7:29 PM

RG Kar: জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলে পৌঁছেছে সিবিআই দল। পলিগ্রাফ পরীক্ষার জন্য এসেছেন বলে খবর। সূত্রের খবর, সিবিআই দল প্রথমে সেখানে ব্যবস্থা দেখতে গিয়েছে। সম্পূর্ণ প্রস্তুতির পর আগামিকাল অভিযুক্তের পলিগ্রাফি পরীক্ষা করতে পারেন খবর।

RG Kar: পরিস্থিতি অনুকূলে থাকলে রবিবার পলিগ্রাফ টেস্টের মুখোমুখি বসবে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার
সিবিআই আধিকারিকরা প্রেসিডেন্সিতে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রঞ্জিত ধর

কলকাতা: আরজি করের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত। কিন্তু টেস্ট কোথায় হবে তা খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলে পৌঁছেছে সিবিআই দল। পলিগ্রাফ পরীক্ষার জন্য এসেছেন বলে খবর। সূত্রের খবর, সিবিআই দল প্রথমে সেখানে ব্যবস্থা দেখতে গিয়েছে। সম্পূর্ণ প্রস্তুতির পর আগামিকাল অভিযুক্তের পলিগ্রাফি পরীক্ষা করতে পারেন খবর। প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট পর সমস্ত প্রস্তুতি দেখে প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে যান তাঁরা।

শনিবার সকাল থেকেই সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ সহ পাঁচজনের পলিগ্রাফ টেস্টের কাজ চলছে। তবে গ্রেফতার হওয়া অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের পলিগ্রাফ টেস্ট আজ করা সম্ভব হয়নি। জানা যাচ্ছে, এ দিন বিকেল পাঁচটা নাগাদ সিবিআই কর্তারা বিকেল পাঁচটা নাগাদ পৌঁছন প্রেসিডেন্সি জেলে। এখানেই রয়েছেন অভিযুক্ত। পলিগ্রাফ টেস্টের জন্য যে প্রস্তুতি দরকার সেগুলি তারা খতিয়ে দেখেন। বেশ কিছু অফিশিয়াল নথি জেল কর্তৃপক্ষের কাছে জমা দেন সিবিআই আধিকারিকরা। ফলত, শেষ পাওয়া খবর অনুযায়ী রবিবারই অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট হতে পারে যদি পরিস্থিতি অনুকূল থাকে।

 

Next Article