IFA: যুবভারতীতে মেসি-কাণ্ডে জড়িয়ে গেলেন ৪ রেফারি, শাস্তির কোপে পড়বেন?

Lionel Messi: গত ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেস মেসি। তাঁর কলকাতা সফর নিয়ে চড়ছিল আবেগের পারদ। যুবভারতী স্টেডিয়ামে মেসিকে একঝলক দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন বহু মানুষ। কিন্তু, মেসিকে তাঁরা দেখতে পাননি। যুবভারতী স্টেডিয়ামের ভিতর মেসির আশপাশে এত ভিড় হয়ে যায়, দর্শকদের পক্ষে মেসিকে দেখা সম্ভব হয়নি। ওই পরিস্থিতিতে মেসিও মাঠ ছেড়ে চলে যান।

IFA: যুবভারতীতে মেসি-কাণ্ডে জড়িয়ে গেলেন ৪ রেফারি, শাস্তির কোপে পড়বেন?
ফাইল ফোটোImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 18, 2026 | 11:19 PM

কলকাতা: একমাসের বেশি কেটে গিয়েছে। তবে কলকাতায় মেসি-কাণ্ডের রেশ যেন কাটছেই না। যুবভারতীতে বিশৃঙ্খলার পরই আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। এবার চর্চায় চার রেফারি। মঙ্গলবার (২০ জানুয়ারি) তাঁদের ডেকে পাঠিয়েছে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (IFA)। ওই চার রেফারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। কিন্তু, মেসি-কাণ্ডের সঙ্গে কী যোগ রয়েছে ওই চার রেফারির? কী করেছিলেন তাঁরা?

গত ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেস মেসি। তাঁর কলকাতা সফর নিয়ে চড়ছিল আবেগের পারদ। যুবভারতী স্টেডিয়ামে মেসিকে একঝলক দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন বহু মানুষ। কিন্তু, মেসিকে তাঁরা দেখতে পাননি। যুবভারতী স্টেডিয়ামের ভিতর মেসির আশপাশে এত ভিড় হয়ে যায়, দর্শকদের পক্ষে মেসিকে দেখা সম্ভব হয়নি। ওই পরিস্থিতিতে মেসিও মাঠ ছেড়ে চলে যান। তারপরই যুবভারতীতে বিশৃঙ্খলা ছবি দেখেছে সারা দেশ। ঘটনার পরই মেসির ভারত ট্যুরের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ।

এবার ওইদিন যুবভারতী একটি ফুটবল ম্যাচের চার রেফারিকে ডেকে পাঠাল আইএফএ। মেসি মাঠে আসার আগে যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান এবং ডায়মন্ড হারবার লেজেন্ডস ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে রেফারি ছিলেন ওই চারজন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ওই ম্যাচ খেলানোর জন্য তাঁরা রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা এবং রেফারি সংস্থার (CRA) কাছ থেকে কোনও অনুমতি নেননি। সেই কারণে ওই ম্যাচের রেফারিদের তলব করা হয়েছে।

২০ জানুয়ারি আইএফএ-তে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। আইএফএ এবং রাজ্য রেফারি সংস্থার অনুমতি না নিয়ে মেসির ইভেন্টে ম্যাচ খেলানোর জন্য শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। মঙ্গলবার ওই রেফারিরা কী যুক্তি দেন, সেটাও দেখার।