
কলকাতা: এপ্রিলের ৩ তারিখ। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল হয়ে যায়। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। আবার শীর্ষ আদালতের নির্দেশেই ফের পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই অঙ্ক কষেই পদক্ষেপ করেছে এসএসসি। লিখিত পরীক্ষা নেওয়া হবে দু’দিন। নবম-দশমের চাকরিপ্রার্থীরা পরীক্ষা দেবেন আগামী ৭ সেপ্টেম্বর। আর একাদশ-দ্বাদশের জন্য চাকরিপ্রার্থীদের পরীক্ষা ১৪ সেপ্টেম্বর। ফলে লিখিত পরীক্ষার জন্য হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে আবেদনের পোর্টালও খোলা হয়েছিল। সোমবার পর্যন্ত সেখানে আবেদন জমা পড়েছে। এরপরই স্কুল সার্ভিস কমিশনের নতুন একটি নির্দেশ ঘিরে জলঘোলা শুরু হয়েছে। কী সেই নির্দেশ? এসএসসি জানিয়েছে, পরীক্ষার দিন প্রত্যেক চাকরিপ্রার্থীকে অ্যাডমিট কার্ড ছাড়াও ভোটার কিংবা আধার কার্ড সঙ্গে আনতে হবে। কিন্তু, হঠাৎ করে এই নির্দেশ কেন দিতে গেল স্কুল সার্ভিস কমিশন? আর সেই নির্দেশ ঘিরে বিতর্কই বা কেন? ...