Explained: তামিলনাড়ুর ‘সুপ্রিম রায়’ বাংলায় কতটা প্রভাব ফেলবে?

EXPLAINED: বিধানসভায় পাশ হওয়া বিল ঝুলিয়ে রাখা বৈধ কাজ নয়। তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে সে রাজ্যের সরকারের মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তামিলনাড়ু নয়, একাধিক রাজ্য রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ তুলে সরব। বাংলার রাজ্যপালের কাছেই ২৩টি বিল অনুমোদনের জন্য পড়ে রয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর অন্য রাজ্যগুলিতে কি পেন্ডিং বিলগুলি নিয়ে পদক্ষেপ করবেন সংশ্লিষ্ট রাজ্যপালরা? সুপ্রিম কোর্টের এই রায় অন্য রাজ্যের রাজ্যপালকে কি মর্যাদা দিতে হবে? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

Explained: তামিলনাড়ুর সুপ্রিম রায় বাংলায় কতটা প্রভাব ফেলবে?
কী বলছে বাংলার শাসকদল?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 09, 2025 | 7:13 PM

কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাত। গত কয়েক বছরে এই ছবি বাংলায় বারবার সামনে এসেছে। রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল। তাঁর সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন ইস্যুতে সংঘাতের ছবি কি শুধু এ রাজ্যেই? বিরোধীরা বলছে, একদম নয়। বিভিন্ন রাজ্যেই রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাত বেধেছে। বিশেষ করে বিভিন্ন বিল বিধানসভায় পাশ হওয়ার পর রাজ্যপালের কাছে তা দীর্ঘদিন পড়ে থাকার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। বিধানসভায় পাশ হওয়া বিলে অনুমোদন না দিয়ে কতদিন ফেলে রাখতে পারেন রাজ্যপাল? রাজ্যপালের ভূমিকা কী হওয়া উচিত? গতকাল(৮ এপ্রিল) তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে সে রাজ্যের সরকারের মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে সে রাজ্যের সরকারের মামলায় কী বলল সুপ্রিম কোর্ট? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন