সল্টলেক: পরের বছর বিধানসভা নির্বাচন। তার আগে তৈরি আঁটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। চলছে সদস্য সংখ্যা সংগ্রহের পালা। শনিবার সল্টলেকের একটি অভিজাত হোটেলে বৈঠকে বসে বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে দলের বিভিন্ন স্তরের নেতারা। ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল। তবে দেখা যায়নি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীদের।
বিজেপি সূত্রে খবর, এ দিন নিচু তলার কর্মীদের দিকে নজর দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। বুথ সভাপতি শক্তিশালী, শক্তপোক্ত ও শক্ত সামর্থ্য হয় সেদিকে নজর দিতে হবে। একই সঙ্গে বসে যাওয়া, কিন্তু কর্মঠ সব পুরনো কর্মীদের বুথ কমিটি, মণ্ডল কমিটি অন্তর্ভুক্ত করতে হবে। খুঁজে বের করতে হবে সেই পুরনো কর্মীদের।নতুনরা অবশ্যই থাকবে। কিন্তু পুরনোদের ফিরিয়ে আনতে হবে বলেও আলোচনা হয়েছে এ দিনের বৈঠকে।
এছাড়াও নেতাদের কাছের লোককে দিয়ে যাতে কমিটি গঠন না নয় সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। যোগ্যদের কমিটিতে স্থান দিতে হবে। জেলা, মণ্ডলের বা অন্য কোনও প্রভাবশালী যেন অযোগ্যদের জন্য প্রভাব না খাটান, সেদিকে নজর দিতে হবে। কমিটি গঠনে সেই কাজকে প্রাধান্য দিতে হবে। ১৭ থেকে ২৫ জানুয়ারির মধ্যে বুথ কমিটি তৈরি করতে হবে। বৈঠক শেষে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরা খুব খুশি। আশা করছি ৫০ লাখে পৌঁছে যাব ১০ তারিখের মধ্যে। ৩ জানুয়ারি পর্যন্ত ৪০ লক্ষ হয়েছে। শুধু সংখ্যা নয়। কোয়ালিটির দিকে আমরা খুব ভাল জায়গায় আছি।”