
কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় BLA-২-দের বড় বার্তা দিয়ে বলেছিলেন, ‘এক ইঞ্চি জমিও না ছাড়ার’ কথা। আর তার পর থেকেই দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিএলএ ২-রা শুনানি কেন্দ্রের মধ্যে ঢোকার চেষ্টা করছেন। আর এবার এমনই ছবি ধরা পড়ল খাস কলকাতায়। বেলতলা গার্লস স্কুলের হিয়ারিং পর্ব চলছে। এক ব্যক্তি ঢুকে গিয়েছিলেন শুনানি কেন্দ্রে। বহুবার জিজ্ঞাসা করার পরও নিজের পরিচয় দিচ্ছিলেন না। কেন ছিলেন শুনানি কেন্দ্রে? এই প্রশ্ন উঠতেই বের করে দেওয়া হয় ওই ব্যক্তিকে। পরে জানা যায়, ওই ব্যক্তি তৃণমূলের বিএলএ-২।
এ দিন, ক্যামেরা দেখে ওই ব্যক্তি বাইক চালিয়ে চম্পট দিতেও চান এলাকা থেকে। পরে যদিও, BLO সুপারভাইসার ওই ব্যক্তির কাছে কাগজপত্র দেখতে চান, এবং জানতে চান তিনি কে? যদিও, দেখাতে পারেনি তিনি। এরপরই শুনানি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় তাঁকে। এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর সন্দীপ বক্সী পৌঁছন স্কুলে। কাউন্সিলর স্বীকার করেছেন, ওই ব্যক্তি তৃণমূলের BLA-২। তাঁর নাম ভিকি। তবে কাউন্সিলরের দাবি, BLA ভিতরে থাকবে কি থাকবে না সেটা লিখিত ভাবে দিক কমিশন।
ভিকি পরে সংবাদ-মাধ্যমের সামনে বলেন, “আমি বিএলএ-২ ছিলাম। আমি হেল্প করতে এসেছিলাম। এটাই বলছিলাম শুধু, যার যা ডকুমেন্ট লাগবে সেগুলো সব ঠিক ভাবে নিয়ে যান। আমি তো বিএলও-র সঙ্গে কাজ করেছি। আমি বিএলও-কেও সাহায্য করতে এসেছিলাম। আমায় হঠাৎ করে বের করে দেওয়া হল।” তবে শুধু কলকাতায় নয়, চুঁচুড়াতে বিএলএ-২ দের ঢোকানোর জন্য বিধায়ক অসিত মজুমদারের গা জোয়ারি প্রকাশ্যে এসেছে। তাই নিয়ে তীব্র উত্তেজনাও তৈরি হয়েছে চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে। শুনানির মাঝে গিয়েই বিধায়ক অসিত মজুমদারতে হম্বিতম্বি করতে দেখা গিয়েছে। তাঁর হুঁশিয়ারি, বিএলএ ২-দের শুনানিতে রাখতে হবে। না হলে বন্ধ থাকবে শুনানি। বিডিও-র সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের। আর তারপরই তিনি শুনানি বন্ধ করে দেন তিনি।