New Alipore: পোষা কুকুরটা মরে পড়ে আছে রাস্তায়, তা দেখেই সন্দেহ হয়েছিল, ছুটে ঘরের যেতেই স্তম্ভিত নিউ আলিপুরের রোহন
New Alipore: জানা গিয়েছে, বাড়ির মালিক শনিবার সকালে এসে দেখেন বারান্দায় থাকা পোষ্য কুকুরটি মরে পড়ে রয়েছে রাস্তায়। তখনই সন্দেহ দানা বাধে। ছুটে ঘরের ভিতর চলে যান। গিয়ে দেখেন মেইন দরজার তালা ভাঙা। ঘরের মধ্যে জিনিসপত্র সব ছড়িয়ে আছে।

নিউ আলিপুর: ফাঁকা বাড়ি। সকলে গিয়েছিলেন বাইরে। ঘরে থাকার মধ্যে ছিল শুধু পোষ্য কুকুর। সেই পাহাড়ায় ছিল। কিন্তু বিপদ যে এভাবে আসবে কেউ কল্পনাও করতে পারেননি। বাড়ির বারান্দায় থাকা পোষ্যকে মেরে লুঠ করল চোরেরা। ঘটনাটি নিউ আলিপুরের সাহাপুর এলাকায়।
জানা গিয়েছে, বাড়ির মালিক শনিবার সকালে এসে দেখেন বারান্দায় থাকা পোষ্য কুকুরটি মরে পড়ে রয়েছে রাস্তায়। তখনই সন্দেহ দানা বাধে। ছুটে ঘরের ভিতর চলে যান। গিয়ে দেখেন মেইন দরজার তালা ভাঙা। ঘরের মধ্যে জিনিসপত্র সব ছড়িয়ে আছে। খোলা অবস্থায় রয়েছে আলমারি। ফোন থেকে শুরু করে সব টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নিউ আলিপুর থানায়। প্রতিবেশীদের দাবি এর আগেও একাধিকবার এই পাড়ায় চুরির ঘটনা ঘটেছে।
বাড়ির মালিক রোহন কুন্ডু বলেন, “আমার মা আর আমি এখানেই থাকি। সকালবেলা বাবা এসে দেখে বাড়ি ঘরের তালা ভাঙা। জিনিসপত্র কিছুই নেই। সোনার জিনিস, টাকা পয়সা কিছুই নেই। একটি পোষ্য কুকুর বারান্দায় ঘুমোয় তাকেও মেরে ফেলেছে। এক সপ্তাহে চারবার চুরির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হচ্ছে না।”
