কলকাতা: তিলোত্তমার ঘটনা যেদিন ঘটেছিল তার পরপরই গ্রেফতার হন অভিযুক্ত সিভিক ভলান্টিয়র। সেই সময় পুলিশের জেরায় অপরাধ কবুল করে ফাঁসি চেয়েছিলেন। তবে এবার বুলি পাল্টালো তার। বিচারকের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযুক্ত। সে কিছুই করেনি। তিলোত্তমা কাণ্ডে কিছুই তাঁর জানা নেই। এমনকী, তিনি বিচারকের সামনে এও বলেন যে, তাঁর কিছু বলার আছে। নয়ত তাঁকে দোষী করে দেওয়া হবে। তাঁর এই বক্তব্য শুনে কী বললেন বিচারক?
বস্তুত, গত সোমবার তিলোত্তমার ঘটনায় চার্জশিট পেশ করে সিবিআই। সেখানে মূল অভিযুক্ত হিসাবে সিভিক ভলান্টিয়ারকেই উল্লেখ করা হয়। সেই মর্মেই মঙ্গলবার অভিযুক্তকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। একই সঙ্গে অভিযুক্তের হাতে সেই চার্জশিটের কপি তুলে দেওয়া হয়। পরবর্তীতে মামলাটিকে সেশন কোর্টে ট্রায়ালের জন্য পাঠানো হয়। ট্রায়ালের দিন ধার্য হবে পুজোর ছুটির পর।
তবে এ দিন যখন কোর্টে সিভিক ভলান্টিয়রকে তোলা হয় সেই সময় অভিযুক্ত বিচারকের উদ্দেশ্যে বলেন, “স্যর আমার কিছু বলার আছে। আমি কিছু বলতে চাই।” বিচারক বলার অনুমতি দেন। এরপর বিচারকের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে অভিযুক্ত সিভিক বলেন,”আমার কিছু বলার আছে। নাহলে আমাকে দোষী করে দেবে।” এরপর বিচারক বলেন,”নিশ্চয়ই আপনি বলার সুযোগ পাবেন। এই মুহূর্তে তো এই ভাবে বলা সম্ভব নয়। তবে আপনার আইনজীবী আছেন, তিনি জেলে গিয়ে আপনার সঙ্গে কথা বলবেন। আপনি ওঁকে সব জানাবেন।” এরপর ধৃত সিভিক ভলান্টিয়ার ফের বিচারককে বলেন, “স্যর আমি কিছু করিনি, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।“