Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Border: হাসিমুখে বেরিয়ে এলেন BSF ও BGB-র দুই আধিকারিক, কী নিয়ে হল আলোচনা?

Bangladesh Border: বিএসএফ সূত্রে খবর, এ দিনের বৈঠকে সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার কথা আলোচনায় উঠে আসে। পাশাপাশি দুই সীমান্তে নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা করা হয়। দু'দেশেরই আধা সেনারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে জোর দিয়েছেন বলে খবর।

Bangladesh Border: হাসিমুখে বেরিয়ে এলেন BSF ও BGB-র দুই আধিকারিক, কী নিয়ে হল আলোচনা?
BSF ও BGB-র মিটিং Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2025 | 4:40 PM

কলকাতা: দু’দেশের সীমান্তে শান্তি, নিরাপত্তা সুনিশ্চিত করতে বৃহস্পতিবার বৈঠকে বসে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) ও বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। পেট্রাপোল সীমান্তে বেলা এগারোটা নাগাদ হয় উচ্চ-পর্যায়ের এই বৈঠক। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি, বিএসএফ, শ্রী মনিন্দর পিএস পাওয়ার ও কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হুমায়ুন কবীর। কী নিয়ে আলোচনা হল?

বিএসএফ সূত্রে খবর, এ দিনের বৈঠকে সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার কথা আলোচনায় উঠে আসে। পাশাপাশি দুই সীমান্তে নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা করা হয়। দু’দেশেরই আধা সেনারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে জোর দিয়েছেন বলে খবর। যার মধ্যে অন্যতম, আন্তঃসীমান্ত অপরাধ রোখা, সীমান্ত এলাকায় উন্নয়নমূলক কাজ, অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা ইত্যাদি সমস্ত বিষয়ে চলে আলোচনা।

প্রসঙ্গত, বাংলাদেশে পরিস্থিতি অস্থির হতেই এ দেশে অনুপ্রবেশ নিয়ে আরও কড়া বিএসএফ। সীমান্তগুলিতে চলছে ধরপাকড়। সম্প্রতি পরিস্থিতি আরও উত্তপ্ত হয় মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া সীমান্তে। অভিযোগ ওঠে, বিজিবি কার্যত সেখানে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। মালদহের বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুকদেবপুর গ্রাম সংলগ্ন আন্তর্জাতিক বর্ডারেও উত্তেজনা ছড়ায়। বিএসএফ-এর ফেন্সিং করা নিয়ে ঝামেলা বাধে বিজিবির জওয়ানদের সঙ্গে। এই পরিস্থিতির মধ্যে এই বৈঠক যে নিতান্তই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।