
কলকাতা: ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-র পর পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা। গোলাবর্ষণ করেছে। জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা। পাকিস্তান সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে এই টানাপোড়েনের আবহে ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তায় যাতে কোনও ছিদ্র না থাকে, তা নিশ্চিত করতে নির্দেশ দিল ভারতীয় সেনার সদর দফতর। ভারতীয় সেনার সদর দফতরের বক্তব্য, পশ্চিম দিকের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করতে গিয়ে পূর্ব দিকের নিরাপত্তার ক্ষেত্রে যেন কোনওরকম ত্রুটি না থাকে।
ভারতের পশ্চিম দিকে পাকিস্তান। পূর্ব সীমান্তে বাংলাদেশ এবং চিন। নেপাল এবং ভুটান সীমান্তও রয়েছে। সবদিকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ পাঠানো হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজিপি দলজিত সিং চৌধুরি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রত্যেকটি কমান্ডের কাছে সুনির্দিষ্ট করে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ পাঠিয়েছেন।
জানা গিয়েছে, উত্তর-পূর্ব এবং পূর্ব সীমান্তের নিরাপত্তার ব্যাপারে যাবতীয় রিপোর্ট দিল্লিতে সেনা সদর দফতরে পাঠানো হয়েছে। আধা সেনা যেখানে যেখানে মোতায়েন রয়েছে, সেখানকার যাবতীয় খোঁজখবর রিপোর্ট সহকারে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার মধ্যরাতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারত। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। ১৫ দিনের মাথায় ভারতীয় সেনা জঙ্গিদের জবাব দিল। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটিগুলি। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন সীমান্তে গোলাবর্ষণ করে পাকিস্তান সেনা। বিনা প্ররোচনায় গুলি চালায়। জবাব দেন ভারতীয় জওয়ানরা। পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের জেরে পশ্চিম সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে উত্তর-পূর্ব ও পূর্ব সীমান্তে নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে, সেই নির্দেশ দিল ভারতীয় সেনার সদর দফতর।