Indian Army: ‘প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে অনুমতি নিতে হত’, তৃণমূলের মঞ্চ নিয়ে সাফ জানাল সেনা

Indian Army permission: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি আদতে সেনাকে কাজে লাগিয়ে এটা করেছে। বিজেপি সেনাকে অপব্যবহার করেছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর দাবি, সেনার উচিত ছিল তাঁকে বিষয়টি জানানো।

Indian Army: প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে অনুমতি নিতে হত, তৃণমূলের মঞ্চ নিয়ে সাফ জানাল সেনা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 01, 2025 | 5:17 PM

কলকাতা: ভেঙে দেওয়া হয়েছে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ। সোমবার দুপুরে খবর পেয়েই ছুটে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, তাদের কিছু না জানিয়েই প্রতিবাদ মঞ্চ ভেঙে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। মমতা দাবি করেছেন, বিজেপি সেনাকে ব্যবহার করে এই কাজ করেছে। তবে, কেন এভাবে আচমকা মঞ্চ ভাঙা হল? সেই ব্যাখ্যা দেওয়া হয়েছে সেনার তরফে।

সোমবার দুপুরে ওই মঞ্চ ভাঙার পর যখন মমতা সেখানে পৌঁছন, তার মধ্যেই সেনার তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে ময়দান এলাকায় দু’দিনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। তিনদিনের বেশি অনুষ্ঠানের জন্য অনুমতি নিতে হবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে।

সেনার আরও দাবি, এ ক্ষেত্রে মাত্র দু’দিনের অনুমতি দেওয়া হলেও প্রায় এক মাস ধরে রাখা হয়েছিল ওই মঞ্চ। বারবার এ ব্যাপারে বার্তা দিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি সেনার। তাই কলকাতা পুলিশকে জানিয়ে সোমবার মঞ্চটি ভেঙে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেনার তরফে দেওয়া ওই বিবৃতিতে।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি আদতে সেনাকে কাজে লাগিয়ে এটা করেছে। বিজেপি সেনাকে অপব্যবহার করেছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর দাবি, সেনার উচিত ছিল তাঁকে বিষয়টি জানানো। রানি রাসমণি রোডে আন্দোলনের মঞ্চ সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।