
কলকাতা: শিল্পপতি হর্ষ নেওটিয়াকে ইডি-র তলব। মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন শিল্পপতি। এদিন দফতরের বাইরে শিল্পপতি নিজেই জানান, তাঁকে তলব করা হয়েছিল, তিনি হাজিরা দিতে এসেছেন। নির্দিষ্ট করে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে? কিন্তু সে বিষয়ে মুখ খোলেননি শিল্পপতি। এর আগে ২০১৫ সালে হর্ষ নেওটিয়া ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন। সেক্ষেত্রে অবশ্য সারদা মামলায় তলব করা হয়েছিল তাঁকে।
এরপর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের দেওয়া চার্জশিটে একাধিক কনস্ট্রাকশন কোম্পানির নাম রয়েছে। নিয়োগের কালো টাকা এই কোম্পানিগুলির মাধ্যমে সাদা করারও অভিযোগ ওঠে। সুজয়কৃষ্ণ ভদ্রের ক্ষেত্রেও শহর কলকাতার একটি নামী নির্মাণ সংস্থার নাম উঠে এসেছিল। নেওটিয়া গোষ্ঠীও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব দে’র সঙ্গে যোগের অভিযোগ তলব করা হয় শিল্পপতিকে।