
কলকাতা: কলকাতায় আন্তর্জাতিক মাদকচক্রের পর্দাফাঁস। কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার তিন মহিলা সহ গ্রেফতার ১০ জন। উদ্ধার ৩৪ কেজি গাঁজা, ৩৮৫ গ্রাম কোকেন, হাইড্রোফোনিক উইড। ব্যাঙ্কক থেকে আনা হত মাদক, দাবি গোয়েন্দাদের। কয়েকজন বিমানযাত্রীর উপর নজর রেখেই শেষ পর্যন্ত চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে।
গ্রেফতারির পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মাদক বিক্রির ২২ লক্ষ টাকা। যাদবপুর, বিজয়গড়ে মাদকচক্রের ডেরা থেকে উদ্ধার মাদক। যাদবপুর থেকে পুলিশের জালে চক্রের পাণ্ডা তৌসিফ আহমেদ। এদিন শহরের নানা প্রান্তে তল্লাশি চালায় ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্সের গোয়েন্দারা। তাতেই মেলে সাফল্য। শহরে যে মাদক চক্র এক্কেবারে জাঁকিয়ে বসেছে সেই খবর আগেই কানে গিয়েছিল ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স।
সূত্রের খবর, শুধু শহর কলকাতা নয়, আশপাশের এলাকা থেকেও মাদক সাপ্লাই হচ্ছিল চেইনের মাধ্যমে। এদিন প্রথমে গ্রেফতার করা হয় তৌসিফ আহমেদকে। তাঁর বাড়ি থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয় বলে জানা যায়। প্রচুর পরিমাণে গাঁজা, কোকেন উদ্ধারের পাশাপাশি টাকাও উদ্ধার হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আরও বেশ কয়েকজনের বাড়িতে যাওয়া হয়। সূত্রের খবর, সিংহভাগ মাদকই ব্যাঙ্কক থেকে নিয়ে আসা হত কলকাতায়। তারপর তা শহরের নানা প্রান্তে ছড়িয়ে যেত। ছড়িয়ে যেত শহরের আশপাশের এলাকাতেও। সূত্রের খবর, তৌসিফের নির্দেশেই আরও ৯ জন কাজ করত। তারমধ্যে তিনজন মহিলাও ছিল। কোথায় কোথায় ডেলিভারি হবে তাও ঠিক করে দিত তৌসিফ।