IPS Rajib Kumar: ২৪ ঘণ্টার মধ্যেই শোকজের উত্তর দিলেন রাজীব সহ ২ জন, যুবভারতী-কাণ্ডের কী জবাব এল?

Kolkata: মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি মঙ্গলবার এই তিন পদস্থ কর্তাকে শোকজ করেছিল। ওই কমিটি ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছিল।সূত্রের খবর, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তদন্ত কমিটির কাছে নিজেদের লিখিত বয়ান জমা দিয়েছেন তাঁরা।তবে তদন্ত কমিটির কাছে কী ব্যাখ্যা দিয়েছেন তা জানতে পারা যায়নি।

IPS Rajib Kumar: ২৪ ঘণ্টার মধ্যেই শোকজের উত্তর দিলেন রাজীব সহ ২ জন, যুবভারতী-কাণ্ডের কী জবাব এল?
রাজীব কুমার, IPSImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 18, 2025 | 9:24 AM

কলকাতা: যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় শোকজ করা হয়েছিল দুই পুলিশ কর্তা সহ এক সরকারি আধিকারিককে। ২৪ ঘণ্টার মধ্যেই শোকজ নোটিসের জবাব দিলেন রাজ‍্যের ডিজিপি সহ তিনজন।রিপোর্ট জমা করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারও।

মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি মঙ্গলবার এই তিন পদস্থ কর্তাকে শোকজ করেছিল। ওই কমিটি ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছিল।সূত্রের খবর, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তদন্ত কমিটির কাছে নিজেদের লিখিত বয়ান জমা দিয়েছেন তাঁরা।তবে তদন্ত কমিটির কাছে কী ব্যাখ্যা দিয়েছেন তা জানতে পারা যায়নি। যদিও সূত্রের খবর, ক্রীড়া দফতরের সচিব জানিয়েছেন, যে পর্যায়ক্রমে অনুষ্টান হওয়ার কথা জানানো হয়েছিল, তা হয়নি। উদ‍্যোক্তারা নিজেদের মতো করে পরিকল্পনা করেছিলেন ঘটনার দিনে। রাজীব কুমার এবং বিধাননগরের সিপি মুকেশ কুমারের লিখিত বয়ান অবশ্য জানা যায়নি।

প্রসঙ্গত, গত শনিবার (১৩ ডিসেম্বর) যুবভারতীতে এসেছিলেন মেসি। তাঁকে দেখবেন বলে প্রচুর দর্শক মোটা টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। কিন্তু একাংশ দর্শকদের অভিযোগ তাঁরা মেসিকে দেখতে পাননি। প্রায় ষাট থেকে সত্তোর জন ঘিরে ছিলেন ফুটবলারকে। এরপর মেসি মাঠে নামার খানিকক্ষণের মধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মাঠ ছাড়তে বাধ্য হন এই ফুটবলার। এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়। সাংবাদিক বৈঠকও করেছিলেন ডিজিপি। কিন্তু পরে শোকজ করা হয় তাঁকে।