IPS Humayun Kabir: ‘পাঁচ বাচ্চা রিকশাওয়ালা, পরিযায়ী শ্রমিক হওয়ার থেকে দু’বাচ্চা শিক্ষক-ডাক্তার হওয়া ভাল নয় কি?’ সংখ্যালঘু ইস্যুতে ‘কোয়ালিটি’ তত্ত্ব খাড়া করলেন IPS

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 16, 2024 | 1:55 PM

IPS Humayun Kabir: নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, "জিন্দেগি লম্বি নেহি বড়ি হোনে চাইয়ে হুজুর হাকিমজি। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। পাঁচ বাচ্চা- রিকশাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার, না হয়ে দু'বাচ্চার শিক্ষক, ডাক্তার, নিদেনপক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি?"

IPS Humayun Kabir: পাঁচ বাচ্চা রিকশাওয়ালা, পরিযায়ী শ্রমিক হওয়ার থেকে দুবাচ্চা শিক্ষক-ডাক্তার হওয়া ভাল নয় কি? সংখ্যালঘু ইস্যুতে কোয়ালিটি তত্ত্ব খাড়া করলেন IPS
সংখ্যালঘু ইস্যুতে 'কোয়ালিটি' তত্ত্ব আইপিএস হুমায়ুন কবীর
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে মন্তব্যের পাল্টা দিলেন ডেবরায় আইপিএস হুমায়ুন কবির। ডেবরায় তৃণমূল বিধায়ক কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ হাকিমকে। নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “জিন্দেগি লম্বি নেহি বড়ি হোনে চাইয়ে হুজুর হাকিমজি। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। পাঁচ বাচ্চা- রিকশাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার, না হয়ে দু’বাচ্চার শিক্ষক, ডাক্তার, নিদেনপক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি?”

শনিবারই রাজ্যের মন্ত্রীর মুখে শোনা গিয়েছিল, “বাংলায় তো আমরা কেবল ৩৩ শতাংশ। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা একদিন সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হতে পারি।” ফিরহাদ হাকিমের এই মন্তব্য ঘিরে শুরু হয় শোরগোল। সোচ্চার হয়েছেন দলেরই একাধিক বিধায়ক। যাঁর একাধিক মন্তব্য ঘিরেই বিতর্ক দানা বাঁধে সর্বত্র, সেই ভরতপুরের বিধায়ক হুমায়ন কবীরকেও রাজ্যের মন্ত্রীকে পরামর্শ দিতে শোনা গেল। তিনি বলেন, “যিনি বলেছেন, তাঁকে ভেবেচিন্তে কথা বলার জন্য বলব।”

যদিও ডেবরায় বিধায়ককে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, “পুলিশ সাহেব যে কথা বলেছেন. তা রাজেশ খান্নার বিখ্যাত সিনেমার ডায়লগ। কিন্তব সব সিনেমার ডায়লগ সব ক্ষেত্রে খাটে না।”

ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরাও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূলের প্রত্যেক মুসলিম নেতা, কেবল তৃণমূল নয়, যে কোনও রাজনৈতিক দলের প্রত্যেক মুসলিম নেতা এটাই মনে করেন।”

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজনকেই সতর্ক করা উচিত। পার্টি থেকে বার করা উচিত। ”

Next Article