WB Police: চাকরি হারানোর বেদনা আমরা বুঝি, আমরাও তো চাকরি করি: জাভেদ শামিম
WB Police: পুলিশের দাবি, বৃহস্পতিবার দিনভর সহানুভূতি দেখানো হয়েছিল আন্দোলনকারীদের। পরে সরকারি কর্মীদের বের করার জন্য বলপ্রয়োগ করতে হয় পুলিশকে।

কলকাতা: যাঁরা অফিসে অফিসে আটকে পড়েছিলেন, তাঁদের গণতান্ত্রিক অধিকারের কথাই ভাবা হয়েছে। সেই কারণেই আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ করতে হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম ও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। বৃহস্পতিবার রাতে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে ‘মিনিমাম বলপ্রয়োগ’ করা হয়েছে।
এদিন সংবাদিক বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম বারবার বলেন, “পুলিশ চাকরিহারাদের প্রতি কতটা সহানুভূতিশীল। সেই কারণেই আন্দোলনে কোনও বাধা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। জাভেদ শামিম বলেন, চাকরি যাওয়া নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই। চাকরি যাওয়ার বেদনা আমরা বুঝি। ওরা কষ্টে আছে। সেটা বুঝি।”
শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করে জাভেদ শামিম বলেন, “শিক্ষকরা সমাজ গড়েন। তাঁরা সমাজের স্তম্ভ। তাই আমরা শুরু থেকে সম্মান দেখিয়েছি। তবে যা ঘটেছে, তা শিক্ষকদের থেকে কাম্য নয়।” তিনি আরও বলেন, “চাকরির মূল্য আমরা বুঝি। আমরাও তো চাকরি করি।”
পুলিশকর্তাদের বক্তব্য, শান্তিপূর্ণ আন্দোলনের যেমন অধিকার আছে, তেমনই সরকারি কর্মীদের বাড়ি ফেরার অধিকারও আছে। আর সেই অধিকার রক্ষা করতে গিয়েই পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে বলে দাবি করা হয়েছে সাংবাদিক বৈঠকে।





