Murshidabad Unrest Explained: মুর্শিদাবাদের নেপথ্যে সত্যিই বাংলাদেশ? এপার বাংলায় পা রেখেছে ওপারের জঙ্গিরা?

Murshidabad Unrest Explained: এত হিংসা শুধুই কী ওয়াকফ আইনের প্রতিবাদে? নাকি নেপথ্যে কাজ করছে কোনও বিদেশি শক্তি? দেখা যাচ্ছে সিঁদুরে মেঘ। বাড়ছে উদ্বেগ।

Murshidabad Unrest Explained: মুর্শিদাবাদের নেপথ্যে সত্যিই বাংলাদেশ? এপার বাংলায় পা রেখেছে ওপারের জঙ্গিরা?
বাড়ছে চিন্তা, বাড়ছে উদ্বেগ Image Credit source: PTI

Apr 16, 2025 | 6:40 PM

তথ্য সূত্র: সায়ন্ত ভট্টাচার্য, সিজার মণ্ডল , কৌশিক ঘোষ  কোপের পর কোপ। কিছু সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে। সামশেরগঞ্জের জাফরাবাদের হাড়হিম করা সেই ছবি নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। বেলাগাম হিংসায় ছাড়খাড় মুর্শিদাবাদ। হিংসার আগুনে রাজনীতির রুটি স্যাঁকার কাজও চলছে পুরোদমে। আন্দোলনের শুরুটা হয়েছিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে। কিন্তু, দিনে দিনে তা আরও হিংসাত্মক চেহারা নেয়। সুতি থেকে সামশেরগঞ্জ, আমতলা থেকে চাঁপদানি, হিংসার আগুন জ্বলেছে বাংলার নানা প্রান্তে। কিন্তু, সবথেকে বেশি নজর কেড়েছে অধীর-হুমায়ুনদের মুর্শিদাবাদই। মৃত্যু হয়েছে তিনজনের। আহত প্রচুর। তালিকায় অনেক পুলিশ আধিকারিকও রয়েছেন। কিন্তু, এত হিংসা শুধুই কী ওয়াকফ আইনের প্রতিবাদে? নাকি নেপথ্যে কাজ করছে কোনও বিদেশি শক্তি? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন