ISC, ICSE পরীক্ষার দিনক্ষণ ঘোষণা বোর্ডের, দেখে নিন রুটিন

ISC-ICSE Exam: এদিকে নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইএসসি বোর্ডের পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। অন্যদিকে আইসিএসসির ক্ষেত্রে পরীক্ষা শুরু হবে ১১টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত।

ISC, ICSE পরীক্ষার দিনক্ষণ ঘোষণা বোর্ডের, দেখে নিন রুটিন
প্রতীকী ছবি।Image Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Dec 07, 2023 | 10:24 PM

কলকাতা: ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন বা আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা ও ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট বা আইএসসির দ্বাদশ শ্রেণির (ISC) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। বিজ্ঞপ্তি জারি বোর্ডের। তাতেই জানানো হয়েছে আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি, শেষ হবে ১৩ এপ্রিল। অন্যদিকে আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২১ ফেব্রুয়ারি। শেষ হবে ২৮ মার্চ। 

২০২৩ সালে ২৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল আইসিএসই-র পরীক্ষা। ১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা। শেষ হয়েছিল ৩১ মার্চ। ফল প্রকাশ হয়েছিল ১৪ মে। ভাল ফল করেছিল বাংলার পড়ুয়ারাও। আইসিএসই দশম শ্রেণির পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েদের পাশের হার ছিল বেশি। মেয়েদের পাশের হার ছিল ৯৯.২১ শতাংশ। সেখানে ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ। এবার দেখার নতুন বছরের ফলে বড়সড় কোনও বদল আসে কিনা। 

এদিকে নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইএসসি বোর্ডের পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। অন্যদিকে আইসিএসসির ক্ষেত্রে পরীক্ষা শুরু হবে ১১টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত। যদিও অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে সময়সীমা থাকছে আড়াই ঘণ্টা।