Panchayat Election: পঞ্চায়েতের বোর্ড গঠনে ডাক তৃণমূলের পরাজিত প্রার্থীকেও? আদালতে প্রশ্নের মুখে BDO-র ভূমিকা

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Aug 07, 2023 | 9:54 PM

Calcutta High Court: ভোগালি-১ গ্রাম পঞ্চায়েতে মোট ১৮টি আসন রয়েছে। তার মধ্যে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল। বাকি আটটির মধ্যে চারটি আসনে তৃণমূল জিতেছিল, বাকি চারটিতে আইএসএফ জয় পেয়েছিল।

Panchayat Election: পঞ্চায়েতের বোর্ড গঠনে ডাক তৃণমূলের পরাজিত প্রার্থীকেও? আদালতে প্রশ্নের মুখে BDO-র ভূমিকা
কলকাতা হাইকোর্ট
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোট মিটেছে। এবার বোর্ড গঠনের পালা। কিন্তু সেখানেও বিডিও-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল আদালতে। বোর্ড গঠনের জন্য ডাক পেয়েছেন পরাজিত প্রার্থীও, অভিযোগ তেমনই। আর এই নিয়েই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ। অভিযোগ ভাঙড়-২ ব্লকের বিডিওর বিরুদ্ধে। ওই বিডিও-র বিরুদ্ধে তদন্তের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে আইএসএফ। এই অভিযোগের বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২ ব্লকের অন্তর্গত ভোগালি-১ গ্রাম পঞ্চায়েতের একটি আসনকে ঘিরে। আগামী বুধবার দুপুর ১২টায় পঞ্চায়েতের সদস্যদের শপথ গ্রহণ ও বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। অভিযোগ সেখানে বোর্ড গঠনের জন্য ডাক পেয়েছেন এক পরাজিত তৃণমূল প্রার্থীও।

উল্লেখ্য, এবারে পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যেই বিডিও-দের ভূমিকা নিয়ে বিস্তর অভিযোগ তুলেছে বিরোধীরা। হাইকোর্টে ইতিমধ্যে একগুচ্ছ মামলাও হয়েছে। উলুবেড়িয়ার এক প্রার্থীর ভুয়ো জাতি শংসাপত্রের মামলায় বিডিও, এসডিও-দের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র অনুসন্ধান কমিটি ওই বিডিও, এসডিও-কে সাসপেন্ড করার সুপারিশ করেছে। সেই অনুসন্ধান রিপোর্ট দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্টের একক বেঞ্চ। আর এবার ভাঙড়-২ ব্লকের বিডিও-র বিরুদ্ধেও নালিশ জানানো হল হাইকোর্টে। প্রয়োজনীয় তদন্তের আর্জি জানিয়েছে আইএসএফ।

প্রসঙ্গত, এই ভোগালি-১ গ্রাম পঞ্চায়েতে মোট ১৮টি আসন রয়েছে। তার মধ্যে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল। বাকি আটটির মধ্যে চারটি আসনে তৃণমূল জিতেছে ও চারটিতে আইএসএফ জয় পেয়েছে। এবারের পঞ্চায়েত ভোট পর্ব শুরু থেকেই দফায় দফায় তপ্ত হয়েছিল ভাঙড়ের বেশ কিছু এলাকায়। আর এরই মধ্যে ভাঙড়-২ ব্লকের বিডিও-র বিরুদ্ধে পঞ্চায়েতে হেরে যাওয়া প্রার্থীকে বোর্ড গঠনে ডাকার অভিযোগ তুলল আইএসএফ। এখন দেখার পরবর্তীতে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়।

Next Article