Bangladesh: ‘গেরুয়া ছাড়ুন, লুকিয়ে রাখুন তুলসীর মালা, মুছে ফেলুন তিলক’, পরামর্শ বাংলাদেশের সন্ন্যাসীদের

Dec 03, 2024 | 1:39 PM

Bangladesh: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে ভারতে। প্রতিবাদ সংগঠিত হচ্ছে একাধিক জায়গায়। পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে দেশের লোকসভাতেও বাংলাদেশ নিয়ে করা হচ্ছে আলোচনা।

Bangladesh: গেরুয়া ছাড়ুন, লুকিয়ে রাখুন তুলসীর মালা, মুছে ফেলুন তিলক, পরামর্শ বাংলাদেশের সন্ন্যাসীদের
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: প্রথমে চিন্ময় কৃষ্ণ দাস। পরে শ্যাম দাস নামে আরও এক সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে। ভারতে আসার পথে আটকে দেওয়া হয়েছে একাধিক সন্ন্যাসীকে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সন্ন্যাসী তথা হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে পরিচয় লুকিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে সন্ন্যাসীদের। বাংলাদেশে আর গেরুয়া বসন পরে চলাফেরা করা নিরাপদ নয়!

আজ, মঙ্গলবার চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলা থাকলেও, কোনও আইনজীবী না থাকায় পিছিয়ে গিয়েছে সেই শুনানি। এক মাস পর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ বেড়েছে আরও। এরপরই গেরুয়া বসন না পরার পরামর্শ দিলেন কলকাতার ইসকন (ISKCON)-এর ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

রাধারমণ দাসের পরামর্শ, মন্দিরে বা বাড়িতে ধর্ম পালন করলেও রাস্তায় বেরনোর আগে সাবধান হতে হবে। এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাধারমণ দাস বলেন, “এই জরুরি পরিস্থিতিতে আমি সব সন্ন্যাসীদের পরামর্শ দিচ্ছি, নিজেদের রক্ষা করুন। সংঘর্ষ এড়িয়ে চলুন। আমার পরামর্শ হল, গেরুয়া বসন পরবেন না, কপালে তিলক পরবেন না। যদি কেউ মনে করেন গেরুয়া সুতো গায়ে রাখবেন, তাহলে তা এমনভাবে রাখবেন, যাতে পোশাকের আড়ালেই থাকে, বাইরে থেকে দেখা না যায়। সম্ভব হলে বাইরে বেরনোর সময় মাথা ঢেকে রাখুন।” তুলসীর মালাও লুকিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে কলকাতার ইসকনের তরফে।

গত শনিবার ও রবিবার ভারতে আসার পথে আটকে দেওয়া হয় ৬৩ জন বাংলাদেশের সন্ন্যাসীকে। তাঁরা গেরুয়া বসন পরেছিলেন। সে কথা উল্লেখ করেন রাধারমণ দাস। পাশাপাশি, ইসকনের সদস্যদের যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, সে কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায়, ‘এখন খুব সাবধানে থাকতে হবে।’

রাধারমণ দাস আরও জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাসের সেক্রেটারির সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছেন না তিনি। গত কয়েকদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছে না তাঁকে।

Next Article