Jadavpur University: পহেলগাঁওয়ের আবহেই আজাদ কাশ্মীরের স্লোগান মোছা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে টেকনোলজি ভবনে লেখা হয় আজাদ কাশ্মীরের স্লোগান। মুক্ত প্যালেস্তাইনেরও দাবি জানানো হয়। সেই দেওয়াল লিখনের নিচে লেখা অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ-র নাম লেখা ছিল। তা নিয়ে বিতর্ক বাধে।

কলকাতা: মাস দেড়েকেরও বেশি। এই দেড় মাসের বেশি সময় ধরে যাদবপুরের দেওয়ালে জ্বলজ্বল করছিল আজাদ কাশ্মীর লেখা স্লোগান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে এবার সেই দেওয়াল লিখন মোছা হল। দেওয়াল লিখন মুছল যাদবপুর কর্তৃপক্ষ।
মার্চের প্রথমে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠেছিল। এমনকি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকেও শারীরিক ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়ে এক পড়ুয়া আহত হন বলে অভিযোগ উঠেছিল। একাধিক ছাত্র সংগঠন বিক্ষোভে নেমেছিল।
সেইসময়ই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে টেকনোলজি ভবনে লেখা হয় আজাদ কাশ্মীরের স্লোগান। মুক্ত প্যালেস্তাইনেরও দাবি জানানো হয়। সেই দেওয়াল লিখনের নিচে লেখা অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ-র নাম লেখা ছিল। তা নিয়ে বিতর্ক বাধে।
এই আজাদ কাশ্মীর লেখা নিয়ে তদন্তে নামে যাদবপুর থানা। অনেক পড়ুয়াই ওই দেওয়াল লিখন মোছার দাবি জানান। তবে মাস দেড়েক পরও সেই দেওয়াল লিখল জ্বলজ্বল করছিল। অবশেষে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহে ওই দেওয়াল লিখন মোছার সিদ্ধান্ত নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। লেখার উপর চুনকাম করা হয়। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। তারপর সন্ত্রাসবাদ দমন অভিযান জোরদার করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আজাদ কাশ্মীর লেখা মোছার উদ্যোগ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

