Jadavpur University: অর্থ অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান কী? যাদবপুর ক্যাম্পাসে CCTV ক্যামেরা নিয়ে রিপোর্ট তলব

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে সিসিটিভি নিয়ে বিস্তারিত তথ্য। সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত তথ্য। কোন কোন জায়গায় সিসিটিভি বসানো হবে, তাই নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। ২৫ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।

Jadavpur University: অর্থ অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান কী? যাদবপুর ক্যাম্পাসে CCTV ক্যামেরা নিয়ে রিপোর্ট তলব
যাদবপুরে সিসিটিভি বসানো নিয়ে হাইকোর্টের নির্দেশImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 19, 2025 | 3:41 PM

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি বসানো নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। জেইউ-এর নিরাপত্তার জন্য দুই ক্যাম্পাস মিলিয়ে প্রায় ৭৫ টি সিসিটিভি বসানোর জন্য ৬৮ লক্ষ টাকা অনুমোদন করার ব্যাপারে ১৫ দিনের মধ্যে রাজ্যকে তাদের অবস্থান জানাতে হবে হাইকোর্টে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে সিসিটিভি নিয়ে বিস্তারিত তথ্য। সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত তথ্য। কোন কোন জায়গায় সিসিটিভি বসানো হবে, তাই নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। ২৫ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।

বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এদিন মামলায় যুক্ত হওয়ার জন্য আবেদন করে NIA ও সিআরপিএফ। যদিও আগামী দিনে তাদের যুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেয় আদালত। যদিও মামলাকারীর দাবি, বিশ্ববিদ্যালয়ের ভিতরে সিসিটিভি বসানো, কলকাতা পুলিশের অধীনে আর্মড ফোর্সের নিরাপত্তা দেওয়ার দাবি করা হয়েছে মামলায়। ফলে কেন দুই কেন্দ্রীয় সংস্থার মামলায় যুক্ত হওয়ার আবেদন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

গত কয়েক বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটনা ঘটেছে। সেই ঘটনাক্রম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলাকারীর বক্তব্য, যাদবপুরে সিসিটিভি বসাতে হবে রাজ্যকে। কারণ গোটা ক্যাম্পাসে নিরাপত্তার জন্য সিসিটিভি অত্যন্ত প্রয়োজনীয়।