Jadavpur VC: দেখা যাবে না TV,থাকতে হবে কানে তুলো গুঁজে, নাহলেই…, যাদবপুরের VC-কে পরামর্শ ডাক্তারের

সুমন মহাপাত্র | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 03, 2025 | 9:58 PM

Jadavpur VC: সেই আবহেই হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। তিনি জানিয়েছিলেন, এক দল পড়ুয়া নাকি তাঁর জামা ছিঁড়ে দিয়েছে। সেই কারণে রক্তচাপ বেড়েছে তাঁর।

Jadavpur VC: দেখা যাবে না TV,থাকতে হবে কানে তুলো গুঁজে, নাহলেই..., যাদবপুরের VC-কে পরামর্শ ডাক্তারের
ভাস্কর গুপ্ত,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: বিছানায় শুয়েই আপাতত সময় কাটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। অসুস্থ তিনি। শনিবারের ঘটনায় যখন শিক্ষামন্ত্রীকে ঘিরে ক্রমাগত পারদ চড়ছে ক্য়াম্পাসে। সেই আবহেই হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। তিনি জানিয়েছিলেন, এক দল পড়ুয়া নাকি তাঁর জামা ছিঁড়ে দিয়েছে। সেই কারণে রক্তচাপ বেড়েছে তাঁর। আপাতত তাঁকে বেড রেস্টেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস।

আপাতত দশ দিন বেড রেস্টে থাকবেন যাদবপুরের ভিসি। কানে তুলো দেওয়ার ও টিভি না দেখার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। যেহেতু রক্তচাপের মাত্রা বেড়েছে সেই কারণে কোনও রকম টেনশন নিতে বারণ করা হয়েছে। শুধু তাই নয়, বিশ্ববিদ‍্যালয়ের সমস‍্যার কথা না ভাবার পরামর্শ। শুধু তাই নয়,ফোন না ব্যবহারের পরামর্শ তাঁকে। যেহেতু এর আগে স্ট্রোক হয়েছে, সেই কারণে উত্তেজিত হলে হিতে বিপরীত হতে পারে।

ডাক্তার অরিন্দম বিশ্বাস বলেন, “রক্তচাপ বেড়েছে। দশ দিন বেডরেস্ট। ঝুঁকিপূর্ণ কাজ। চিন্তা ভাবনার কাজ যেন না করেন। লাগাতার ফোন কল। আগে স্ট্রোক হয়েছে তো, তাই এই ধরনের কাজ করলে বিপদ বাড়তে পারে।”