Murshidabad: নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি জাফরাবাদের দাস পরিবারের

Murshidabad: সংশ্লিষ্ট চিঠিতে বিধাননগরের পুলিশ আধিকারিকদের নাম ধরে ধরে অভিযোগ করেছেন এই দুই স্বামী হারা। প্রধান বিচারপতির কাছেও বিধাননগরের পূর্ব থানার আই সি-সহ একাধিক পুলিশ কর্মীর নাম চিঠিতে উল্লেখ করেছেন পারুল দাস আর পিঙ্কি দাস।

Murshidabad: নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি জাফরাবাদের দাস পরিবারের
চিঠি লিখলেন স্বজনহারারাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 04, 2025 | 7:56 PM

কলকাতা: নিজেদের সুরক্ষার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন মুর্শিদাবাদের জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। রবিবার বিধাননগরে পুলিশের বিরুদ্ধে একরাশ অভিযোগ করে মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস ও চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস চিঠি পাঠিয়েছেন। রাজ্যপাল, দেশের প্রধান বিচারপতির পাশাপাশি তাঁরা চিঠি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও।

সংশ্লিষ্ট চিঠিতে বিধাননগরের পুলিশ আধিকারিকদের নাম ধরে ধরে অভিযোগ করেছেন এই দুই স্বামী হারা। প্রধান বিচারপতির কাছেও বিধাননগরের পূর্ব থানার আই সি-সহ একাধিক পুলিশ কর্মীর নাম চিঠিতে উল্লেখ করেছেন পারুল দাস আর পিঙ্কি দাস। প্রধান বিচারপতির কাছেও বিধাননগরের পূর্ব থানার আই সি-সহ একাধিক পুলিশ কর্মীর নাম চিঠিতে উল্লেখ করেছেন পারুল আর পিঙ্কিরা। বাঁচার অধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন তাঁরা। চিঠিতে স্বামী হারাদের আরও লিখেছেন, “আমাদের স্বামীদের মৃত্যুকে রাজনৈতিক সুবিধার তলে চাপা পড়তে দেবেন না।”

উল্লেখ্য, রবিবার পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ তোলেন নিহতদের পরিবারের সদস্যদের। দরজা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ ওঠে বিধাননগর থানার পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপি নেতারা। যদিও, পুলিশের দাবি, অপহরণের লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সেই তদন্তেই তাঁরা এসেছিলেন।

তবে অভিযোগকারিনীদের দাবি, এই অভিযোগও হয়ত পুলিশ জোর করে লিখিয়েছে। এদিনের ঘটনার পর সল্টলেকেরও আশ্রয়স্থল ছাড়েন নিহতের পরিবার। এরপর তাঁরা চলে যান অন্যত্র। সেই ‘গোপন আশ্রয়’ থেকে বসেই রবিবার দুই আদালতের প্রধান বিচারপতি ও রাজ্যপাল বোসকে চিঠি দেন মৃতের পরিজনরা। এ দিকে, আজ আবার মুর্শিদাবাদের পরিস্থিতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল বোস।