Calcutta High Court: কেন প্রশিক্ষণরত প্রার্থীদের সুযোগ? প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 14, 2022 | 8:25 PM

Calcutta High Court: বিজ্ঞপ্তির একটি অংশে উল্লেখ করা আছে, "নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন ২০২০-২০২২ শিক্ষাবর্ষের ডি.এল.এড/ডি.এড (স্পেশাল এডুকেশন) এবং বি.এড-এর পার্ট -১ পরীক্ষা যারা দিয়েছেন।" বিজ্ঞপ্তির এই অংশকেই চ্যালেঞ্জ করেই মামলা করা হয়েছে আদালতে।

Calcutta High Court: কেন প্রশিক্ষণরত প্রার্থীদের সুযোগ? প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে
কলকাতা হাইকোর্ট।

Follow Us

কলকাতা: প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবারও প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একটি মামলা করা হয়েছিল হাইকোর্টে। শুক্রবার আরও বেশ কয়েকজন আবেদনকারী আদালতের দ্বারস্থ হন। ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন বেশ কিছু চাকরিপ্রার্থীর। ওই বিজ্ঞপ্তির একটি অংশে উল্লেখ করা আছে, “নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন ২০২০-২০২২ শিক্ষাবর্ষের ডি.এল.এড/ডি.এড (স্পেশাল এডুকেশন) এবং বি.এড-এর পার্ট -১ পরীক্ষা যারা দিয়েছেন।” বিজ্ঞপ্তির এই অংশকেই চ্যালেঞ্জ করেই মামলা করা হয়েছে আদালতে।

মামলাকারীদের প্রশ্ন, “যেখানে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থী রয়েছে, সেখানে কেন প্রশিক্ষণরত প্রার্থীদের সুযোগ দেওয়া হবে?” উল্লেখ্য, এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য বৃহস্পতিবার মন্তব্য করেছিলেন, “পর্ষদের পক্ষে তো খুব সমস্যা , কোনও পদক্ষেপ করলেই মামলা হচ্ছে।” আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে জোর চর্চা চলছে রাজ্যের অন্দরে। বিশেষ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ওই মামলা দায়ের হওয়ার পর শোরগোল পড়ে গিয়েছিল। নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের সংশয় তৈরি হয়েছিল এই মামলায়। এমন অবস্থায় শনিবার কলকাতা হাইকোর্টে ফের এক দফা মামলা করায় সেই সংশয় আরও বাড়ল। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে, তার উপর এই বিজ্ঞপ্তির ভবিষ্যৎ নির্ভর করছে বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ।

উল্লেখ্য, রাজ্যে নিয়োগে বেনিয়মের ক্ষেত্রে যে অভিযোগগুলি উঠে এসেছে, তাতে আরও অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। হাইকোর্টের একের পর এক মামলায় ক্রমেই অস্বস্তি বেড়েছে। এমন পরিস্থিতিতে নিয়োগ সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু সেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোয় ফের কিছুটা হলেও সংশয়ের বাতাবরণ তৈরি হল। এখন দেখার সোমবারের শুনানির পর ঘটনা পরম্পরা কোনদিকে এগোয়।

 

Next Article