Jogesh Chandra Chaudhuri Law College: সাব্বিরের ‘ঘনিষ্ঠ’-রাই রং দিয়েছিলেন যোগেশচন্দ্র ল কলেজে? দেখুন, ছবি

Jogesh Chandra Chaudhuri Law College: এরা সকলেই কি সাব্বির ঘনিষ্ঠ? টিভি ৯ বাংলা অর্ন্ততদন্ত করতেই সামনে এল সেই ছবি।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 12, 2025 | 8:45 PM

1 / 7
যোগেশ চন্দ্র ল কলেজে তীব্র উত্তেজনা। পড়ুয়াদের একাংশের অভিযোগ বহিরাগতরা তাঁদের জোর করে রং-জল মাখাচ্ছেন। ক্রমাগত আনাগোনা বেড়েছে বহিরাগতদের। সাব্বির আলির নির্দেশে তাঁদের ঘনিষ্ঠরা এই কাজ করেছে। দাপিয়ে বেড়াচ্ছে কলেজে।

যোগেশ চন্দ্র ল কলেজে তীব্র উত্তেজনা। পড়ুয়াদের একাংশের অভিযোগ বহিরাগতরা তাঁদের জোর করে রং-জল মাখাচ্ছেন। ক্রমাগত আনাগোনা বেড়েছে বহিরাগতদের। সাব্বির আলির নির্দেশে তাঁদের ঘনিষ্ঠরা এই কাজ করেছে। দাপিয়ে বেড়াচ্ছে কলেজে।

2 / 7
সোমবার কলেজে পরিচালন সমিতির বৈঠক ছিল। মালা রায় উপস্থিত ছিলেন। সেই সময় বিক্ষোভ দেখিয়ে এই বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ করেন কলেজ পড়ুয়াদের একাংশ।

সোমবার কলেজে পরিচালন সমিতির বৈঠক ছিল। মালা রায় উপস্থিত ছিলেন। সেই সময় বিক্ষোভ দেখিয়ে এই বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ করেন কলেজ পড়ুয়াদের একাংশ।

3 / 7
এরপর টিভি ৯ বাংলার সাংবাদিক যখন যাঁরা কলেজ ক্যাম্পাসে রং খেলছিলেন তাঁদের জিজ্ঞাসা করতে যান, সঙ্গে-সঙ্গে টিভি৯ বাংলার মহিলা সাংবাদিকের গায়েও রং দিয়ে দেন।

এরপর টিভি ৯ বাংলার সাংবাদিক যখন যাঁরা কলেজ ক্যাম্পাসে রং খেলছিলেন তাঁদের জিজ্ঞাসা করতে যান, সঙ্গে-সঙ্গে টিভি৯ বাংলার মহিলা সাংবাদিকের গায়েও রং দিয়ে দেন।

4 / 7
ছবিতে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা সকলের বিরুদ্ধেই এ দিন সাংবাদিক থেকে শুরু করে পড়ুয়াদের একাংশকে জোর করে রং মাখিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

ছবিতে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা সকলের বিরুদ্ধেই এ দিন সাংবাদিক থেকে শুরু করে পড়ুয়াদের একাংশকে জোর করে রং মাখিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

5 / 7
এরা সকলেই কি সাব্বির ঘনিষ্ঠ? টিভি ৯ বাংলা অর্ন্ততদন্ত করতেই সামনে এল সেই ছবি।

এরা সকলেই কি সাব্বির ঘনিষ্ঠ? টিভি ৯ বাংলা অর্ন্ততদন্ত করতেই সামনে এল সেই ছবি।

6 / 7
সাব্বিরের সঙ্গে এদের প্রত্যেকের ছবি হাতে এল টিভি৯ বাংলার। তবে কি কলেজ পড়ুয়াদের একাংশের অভিযোগই সত্যি? সাব্বিরের ঘনিষ্ঠ কি এরা? তাঁরই কি নির্দেশে এই কাজ চলছে?

সাব্বিরের সঙ্গে এদের প্রত্যেকের ছবি হাতে এল টিভি৯ বাংলার। তবে কি কলেজ পড়ুয়াদের একাংশের অভিযোগই সত্যি? সাব্বিরের ঘনিষ্ঠ কি এরা? তাঁরই কি নির্দেশে এই কাজ চলছে?

7 / 7
যদিও, এই ঘটনায় সাব্বির জানিয়েছেন ডে কলেজের কেউ অসভ্যতা করেনি। তবে ছবি প্রসঙ্গে পরবর্তী কালে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

যদিও, এই ঘটনায় সাব্বির জানিয়েছেন ডে কলেজের কেউ অসভ্যতা করেনি। তবে ছবি প্রসঙ্গে পরবর্তী কালে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।