জোড়াবাগানকাণ্ডে আটক এক, তদন্ত শুরু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের
মামারবাড়িতে বেড়াতে এসে ভয়ঙ্কর পরিণতি ন'বছরের শিশুর।
সোমবার জোড়াবাগানে মামারবাড়িতে বেড়াতে এসেছিল ন’বছরের ছোট্ট মেয়েটি। বুধবার সেখানেই রাস্তায় খেলার সময় হঠাৎই উধাও হয়ে যায়। অভিযোগ, পরিবারের লোকজন থানায় গেলে পুলিশ তাদের জানায় ২৪ ঘণ্টার আগে কিছু করা সম্ভব নয়। বুধবার রাতভর ওই শিশুর খোঁজে ছুটে বেড়ায় বাড়ির লোকজন।
বৃহস্পতিবার সকালে মামারবাড়ির পাশের বাড়ি থেকে উদ্ধার হয় তার গলা কাটা দেহ। গলার নলি কাটা, পরণে কোনও পোশাক নেই। এক রত্তি ওই মেয়ের এমন ভয়াবহ নৃশংস পরিণতিতে শিউরে ওঠে গোটা রাজ্য।
আরও পড়ুন: করোনা আবহে স্কুলে হবে না প্রার্থনা, পড়ুয়াদের মানতে হবে একাধিক নিয়ম
পুলিশ, ফরেন্সিক টিম সকলেই নিজেদের মতো করে তদন্ত শুরু করে। সেভাবে জোরাল কোনও সূত্র মেলেনি। এরপরই ঘটনার তদন্তভার নিজেদের হাতে তুলে নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। একজনকে আটকও করেছে। তাঁকে জেরা করে ঘটনার কোনও সূত্র মিলতে পারে বলে অনুমান তদন্তকারীদের।