করোনা আবহে স্কুলে হবে না প্রার্থনা, পড়ুয়াদের মানতে হবে একাধিক নিয়ম
স্কুল ও পড়ুয়া উভয় তরফকেই বেশ কিছু নিয়ম মেনে চলতে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। এক নজরে দেখে নেওয়া যাক সেই নির্দেশিকা..
কলকাতা: শিক্ষামন্ত্রীর ঘোষণার পর স্কুল (School) শিক্ষা দফতরও বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন-পাঠন চালু হবে সে দিন থেকে। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, করোনাবিধি মেনেই নিয়মতি চলবে স্কুল। কীভাবে করোনাবিধি মেনে চলা হবে, সে সম্পর্কে নির্দেশিকাও প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতর। স্কুল ও পড়ুয়া উভয় তরফকেই বেশ কিছু নিয়ম মেনে চলতে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। এক নজরে দেখে নেওয়া যাক সেই নির্দেশিকা..
পড়ুয়ার জন্য নির্দেশিকা
* ঢোকার সময় প্রত্যেক পড়ুয়াকে মানতে হবে সামাজিক দূরত্ব,। * স্কুলে মধ্যে প্রবেশ করতে পারবেন না অভিভাবকরা। * ঢোকার মুখে জীবাণুনাশক দিয়ে হাত স্যানিটাইজ করতে হবে পড়ুয়াদের। * করোনা আবহে স্কুলে কোনও প্রার্থনা হবে না, প্রত্যেককে পরে থাকতে হবে মাস্ক। * কোনও পড়ুয়া অন্য কোনও পড়ুয়ার বই ছোঁবেন না।
স্কুলের জন্য নির্দেশিকা
* নিয়মিত স্কুল স্যানিটাইজ করতে হবে। * স্কুলকে অভিভাবকদের ফোন নম্বর যুক্ত একটি নোটবুক রাখতে হবে। * ক্লাস ডায়েরির ব্যবস্থা করতে হবে, পড়ুয়াদের সামাজিক দূরত্ব মেনে বসাতে হবে। * কনটেইনমেন্টে জ়োন হলে সেই অঞ্চলের পড়ুয়ারা যাতে স্কুলে না আসে সে দিকে নজর রাখতে হবে। *স্কুলের বাইরে করোনাবিধি সংক্রান্ত তালিকা ঝুলিয়ে রাখতে হবে। *স্কুলের তরফে প্রতিদিন ১০ মিনিট করে করোনাবিধি সংক্রান্ত বক্তব্য রাখতে হবে।
আরও পড়ুন: বিমানবন্দরে আসতেই ভ্যাকসিন লুঠ, ‘দিদিমণি’কে তোপ দিলীপের
স্বাস্থ্য বিধি সংক্রান্ত নির্দেশিকা
*স্কুলের তরফে প্রতিদিন শৌচাগার পরিষ্কার রাখতে হবে। *স্কুলে ঢোকার সময় থার্মাল চেক করতে হবে পড়ুয়াদের। কোনও পড়ুয়া অসুস্থ হলে তাঁর সঙ্গে চিকিৎসকের যোগাযোগ করিয়ে দিতে হবে। প্রয়োজনে পড়ুয়াকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। *প্রত্যেক ক্লাসে একজন হাইজিন মনিটর রাখারও প্রস্তাব দিয়েছে স্কুল শিক্ষা দফতর।