PV Sindhu: ক্রিসমাসের আগে জীবনের ‘বড়দিন’ পিভি সিন্ধুর

PV Sindhu Marries Venkata Datta Sai: ক্যালেন্ডার বলছে আজ ২৩ ডিসেম্বর। ঠিক একদিন পর ক্রিসমাস। এ বছরের ক্রিসমাসের আগেই ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুর জীবনে 'বড়দিন'। অলিম্পিকে জোড়া পদকজয়ী সিন্ধু জীবনের নতুন ইনিংস শুরু করলেন।

| Updated on: Dec 23, 2024 | 2:14 PM
আজ ২৩ ডিসেম্বর। আর একদিন পর অর্থাৎ ২৫ ডিসেম্বর ক্রিসমাস। তার আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু।

আজ ২৩ ডিসেম্বর। আর একদিন পর অর্থাৎ ২৫ ডিসেম্বর ক্রিসমাস। তার আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু।

1 / 8
২২ ডিসেম্বর ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রিও ও টোকিও অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা পিভি সিন্ধু।

২২ ডিসেম্বর ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রিও ও টোকিও অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা পিভি সিন্ধু।

2 / 8
রাজস্থানের উদয়পুরে পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের বিয়ের আসর বসেছিল। দুই পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরা তাঁদের বিয়েতে হাজির ছিলেন।

রাজস্থানের উদয়পুরে পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের বিয়ের আসর বসেছিল। দুই পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরা তাঁদের বিয়েতে হাজির ছিলেন।

3 / 8
পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের বিয়েতে তাঁদের আশীর্বাদ দিতে পৌঁছে গিয়েছিলেন যোধপুরের কালচার অ্যান্ড টুরিজম মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি এক্স হ্যান্ডেলে সিন্ধু ও ভেঙ্কটের ছবি শেয়ার করেছেন।

পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের বিয়েতে তাঁদের আশীর্বাদ দিতে পৌঁছে গিয়েছিলেন যোধপুরের কালচার অ্যান্ড টুরিজম মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি এক্স হ্যান্ডেলে সিন্ধু ও ভেঙ্কটের ছবি শেয়ার করেছেন।

4 / 8
কয়েকদিন আগে পিভি সিন্ধুর বাবা পিভি রমনা জানিয়েছিলেন, ২৪ ডিসেম্বর হায়দরাবাদে হবে পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের রিসেপশন।

কয়েকদিন আগে পিভি সিন্ধুর বাবা পিভি রমনা জানিয়েছিলেন, ২৪ ডিসেম্বর হায়দরাবাদে হবে পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের রিসেপশন।

5 / 8
এর আগে ভারতীয় ব্যাডমিন্টন তারকার বাবা জানিয়েছিলেন, দুটো পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনে। যে কারণে সিন্ধু ও ভেঙ্কটের বিয়ের দিনক্ষণ ঠিক করা নিয়ে দুই পরিবার খুব সমস্যায় পড়েনি।

এর আগে ভারতীয় ব্যাডমিন্টন তারকার বাবা জানিয়েছিলেন, দুটো পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনে। যে কারণে সিন্ধু ও ভেঙ্কটের বিয়ের দিনক্ষণ ঠিক করা নিয়ে দুই পরিবার খুব সমস্যায় পড়েনি।

6 / 8
এ দিকে নতুন বছরের শুরুতেই পিভি সিন্ধুর নতুন সফর শুরু হয়ে যাবে। জানুয়ারি থেকেই আবার পিভি সিন্ধু নেমে পড়বেন শাটল-কক হাতে।

এ দিকে নতুন বছরের শুরুতেই পিভি সিন্ধুর নতুন সফর শুরু হয়ে যাবে। জানুয়ারি থেকেই আবার পিভি সিন্ধু নেমে পড়বেন শাটল-কক হাতে।

7 / 8
পিভি সিন্ধু হায়দরাবাদের মেয়ে। তাঁর স্বামী ভেঙ্কট দত্ত সাইও হায়দরাবাদেরই ছেলে। বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা ভেঙ্কট দত্ত সাই।

পিভি সিন্ধু হায়দরাবাদের মেয়ে। তাঁর স্বামী ভেঙ্কট দত্ত সাইও হায়দরাবাদেরই ছেলে। বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা ভেঙ্কট দত্ত সাই।

8 / 8
Follow Us: