Shafali Verma: ভারতীয় দল থেকে বাদ পড়ে ১৯৭ রানের বিস্ফোরণ, ফের চর্চায় শেফালি ভার্মা

৩ মাসের মধ্যেই শেফালি যে নিজের ফর্ম ফিরে পাবেন, তা বুঝতে পারেননি অনেকেই। কিন্তু শেফালি নিজেকে তৈরি করেছিলেন বড় রানের জন্য। রাজকোটে বাংলার বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন হরিয়ানার মেয়ে।

Shafali Verma: ভারতীয় দল থেকে বাদ পড়ে ১৯৭ রানের বিস্ফোরণ, ফের চর্চায় শেফালি ভার্মা
Shafali Verma: ভারতীয় দল থেকে বাদ পড়ে ১৯৭ রানের বিস্ফোরণ, ফের চর্চায় শেফালি ভার্মাImage Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2024 | 2:00 PM

কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত অক্টোবরে শেষবার খেলতে দেখা গিয়েছিল তাঁকে। তিন ম্যাচের সিরিজে মাত্র ৫৬ রান করেছিলেন। ফর্মে না থাকার জন্য ভারতীয় টিম থেকে বাদও পড়েছিলেন। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে দেখা যায়নি তাঁকে। সেই তিনিই কিনা প্রবল ভাবে ফিরলেন রানে। এতটাই যে মাত্র ৩ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেন শেফালি ভার্মা (Shafali Verma)। মেয়েদের সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্টে হরিয়ানার ক্যাপ্টেন। নেতার যাবতীয় দায়িত্ব একাই পালন করছেন। বাংলার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিস্ফোরক ১৯৭ করলেন। যা দেখে চোখধাঁধিয়ে গিয়েছে অনেকেরই। নির্বাচকদেরও বুঝিয়ে দিয়েছেন শেফালি, ভারতীয় দলে ফেরার জন্য তিনি তৈরি।

৩ মাসের মধ্যেই শেফালি যে নিজের ফর্ম ফিরে পাবেন, তা বুঝতে পারেননি অনেকেই। কিন্তু শেফালি নিজেকে তৈরি করেছিলেন বড় রানের জন্য। রাজকোটে বাংলার বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন হরিয়ানার মেয়ে। অনেকটা বীরেন্দ্র শেওয়াগ স্টাইলে ব্যাট করেছেন। রিমা সিসোদিয়াকে নিয়ে শুরুটা করেছিলেন চমৎকার। কিন্তু ৭২ বলে ৫৮ করে আউট হন রিমা। কিন্তু শেফালিকে থামানো যায়নি। শুরু থেকে আগ্রাসী মোডেই ছিলেন। রিমা আউট হওয়ার পর আরও বিপজ্জনক হয়ে ওঠেন। মাত্র ১১৫ বলে ১৯৭ করেন। বাংলার বিরুদ্ধে ৩৮৯ রানের বিশাল স্কোর খাড়া করেছে হরিয়ানা। ১১টা বিশাল ছয় মেরেছেন যেমন, ২২টা চারও বেরিয়েছে তাঁর ব্যাট থেকে। তাণ্ডব চালানোর পর শেষ পর্যন্ত মিতা পালের বলে আউট হন শেফালি।

এই খবরটিও পড়ুন

শেফালির দুরন্ত ফর্ম ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত সিংকেও স্বপ্ন দেখাতে পারে নতুন করে। শেফালির মতো তরুণীর ছন্দ আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপের জন্যও জরুরি। আপাতত শেফালি অবশ্য মন দিয়েছেন মেয়েদের সিনিয়র টুর্নামেন্টেই। হরিয়ানাকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য তাঁর।