বন্ধুর ফোন থেকে লুকিয়ে প্রেমিকার নম্বর নিয়ে চ্যাটিং, যুবকের শেষ পরিণতি যা হল তা কল্পনাও করা যাবে না…
Crime: ফেসবুকে উত্তরাখণ্ডের এক যুবতীর সঙ্গে পরিচয় হয়েছিল বিশালের। তাদের কথাবার্তা এগোয়, বন্ধুত্ব প্রেমের সম্পর্কের রূপ নেয়। কিন্তু পথের কাটা হয়ে দাঁড়ায় গৌতম।
লখনউ: মাঠের মাঝখান থেকে উদ্ধার এক যুবকের পচাগলা দেহ। বিগত ২২ দিন ধরে নিখোঁজ ছিল ওই যুবক। তদন্তে নেমে পুলিশের হাতে এল ভয়ঙ্কর তথ্য। জানা গেল, সামান্য একটি ফোন নম্বর নিয়ে বচসার জেরেই খুন হতে হয় ওই যুবককে। কী হয়েছিল আসলে?
গত ১৬ ডিসেম্বর গৌতম মণ্ডল নামক এক যুবকের দেহ উদ্ধার হয়। পচাগলা অবস্থায় দেহটি মাঠের মাঝে পড়ে ছিল। তদন্তে নেমে জানা যায়, ওই যুবক উত্তর প্রদেশের লখিমপুর খেরির বাঙালি কলোনিতে পরিবার নিয়ে থাকত।দিনমজুর হিসাবে কাজ করত সে।
তদন্তে নেমে পুলিশ বিশাল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করে। জানা যায়, ফেসবুকে উত্তরাখণ্ডের এক যুবতীর সঙ্গে পরিচয় হয়েছিল বিশালের। তাদের কথাবার্তা এগোয়, বন্ধুত্ব প্রেমের সম্পর্কের রূপ নেয়। কিন্তু পথের কাটা হয়ে দাঁড়ায় গৌতম।
বিশালের দাবি, গৌতম তাঁর মোবাইল থেকে লুকিয়ে ওই যুবকের নম্বর চুরি করে নেয় এবং গোপনে ওই যুবতীর সঙ্গে কথা বলতে শুরু করে। প্রেমিকার সঙ্গে নিত্যদিন অশান্তি, অন্যদিকে বন্ধুর হাবভাব বদল, দুয়ে দুয়ে চার করতে সময় লাগেনি বিশালের। জানতে পারে, গৌতম তাঁর ফোন থেকে নম্বর চুরি করে নিয়েছিল। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে তুমুল বচসা হয়। পরে তা মিটমাটও হয়ে যায়।
তবে এই ‘ধোঁকা’ ভোলেনি বিশাল। ডিসেম্বরের শুরুতে একদিন বিশাল গৌতমকে মদ্যপানের জন্য ডাকে। সেখানে জোর করেই গৌতমকে মদ্যপান করিয়ে মাতাল করে দেয়। এরপর মদে কীটনাশক মিশিয়ে তাঁকে খাইয়ে দেয় এবং মৃত্যুর পর দেহ নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দেয়।