হাসপাতালেই জয় গোস্বামী, বাড়ানো হল অক্সিজেনের মাত্রা
রবিবার হঠাৎই জ্বর আসে তাঁর। সঙ্গে বমিও হয়। পেটের সমস্যাও ছিল। এরপরই বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID hospital) ভর্তি করা হয় তাঁকে।
কলকাতা: কবি জয় গোস্বামীর (Joy Goswami) শারীরিক অবস্থা নিয়ে এখনও উদ্বেগ কাটেনি। অক্সিজেনের মাত্রা বাড়ানো হয়েছে। এনআরবিএম-এ রাখা হয়েছে করোনা আক্রান্ত কবিকে।
রবিবার রাতে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় জয় গোস্বামীকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। খবর ছড়াতেই উদ্বেগে ভুগতে থাকেন তাঁর অসংখ্য অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে আরোগ্য-বার্তা। সোমবারই জানা গিয়েছিল, কবিকে সিসিইউয়ে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার এনআরবিএমে রাখা হয়েছে জয় গোস্বামীকে। ১২ লিটার অক্সিজেন লাগছে। পালস রেট ১১২।
আরও পড়ুন: শোভনের সঙ্গেই উডবার্নে থাকতে দিতে হবে! নাছোড় বৈশাখীর আবদারে নাজেহাল চিকিৎসকরা
রবিবার হঠাৎই জ্বর আসে তাঁর। সঙ্গে বমিও হয়। পেটের সমস্যাও ছিল। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় পরিবার। নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডিতে। তাঁর স্ত্রীও অসুস্থ ছিলেন। তবে জয় গোস্বামীর কোভিড রিপোর্ট পজিটিভ এলেও স্ত্রী কাবেরী গোস্বামীর রিপোর্ট নেগেটিভ এসেছে।