কলকাতা: ৭২ ঘণ্টার ব্যবধানে ফের রাজ্যে পা রাখতে চলেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। ভক্তিপীঠ নবদ্বীপ ধামের পর শক্তিপীঠ তারাপীঠে মঙ্গলবার আসছেন তিনি। দক্ষিণবঙ্গের নবদ্বীপের পর রাঢ়বঙ্গ থেকেও ‘পরিবর্তন যাত্রা’র সূচনা হবে। বিজেপি-র সর্বভারতীয় সভাপতির সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি রয়েছে।
সূত্রের খবর, আগামিকাল প্রথমে দুপুর সাড়ে ১২ টা নাগাদ প্রথমে তারাপীঠের মন্দিরে যাবেন নাড্ডা। তার আগে কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে পৌঁছবেন তারাপীঠে। মা-তারার চরণে পুজো অর্পণ করে দুপুর ১টা নাগাদ চিলার ব্রিজের কাছে রথযাত্রার সূচনা করবেন। সঙ্গে রয়েছে জনসভাও। তারাপীঠের পর আকাশপথে তিনি চলে আসবেন ঝাড়গ্রামে। লালগড় সজীব সঙ্ঘের মাঠ থেকে দুপুর সাড়ে ৩টে নাগাদ পরিবর্তন যাত্রার সূচনা করে সওয়া ৫টায় জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
আরও পড়ুন: এমন ভাবে ফিরে আসব, ভাবতে পারবেন না, সব জবাব পেয়ে যাবেন: ‘আত্মপ্রত্যয়ী’ মমতা
নাড্ডার সফরের আগে বীরভূমে জোরকদমে চলছে প্রস্তুতি। তারাপীঠ সংলগ্ন কড়কড়িয়ার সরস্বতী শিশু মন্দিরের মাঠে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সেখানেই কপ্টার নামবে জেপি নাড্ডার। তারাপীঠের চিলা ব্রিজের কাছে খেলার মাঠে তৈরি হয়েছে সভামঞ্চ। সোমবার দফায় দফায় সেই হেলিপ্যাড এবং মঞ্চ পরিদর্শন করে যান বিজেপির কেন্দ্র ও রাজ্য কমিটির নেতারা।
আরও পড়ুন: বিজেপি বিধায়ক প্রণাম ঠুকতেই মমতা বললেন, ‘কী রে কিছু ভাবলি, আর তো সময় নেই’