Justice Ganguly: আজ বিকেলেই হাইকোর্টে হাজিরার নির্দেশ আইনমন্ত্রীকে
Justice Abhijit Ganguly: সিবিআই আদালতের বিচারকের বদলি হওয়ার কথা থাকলেও কেন তাঁকে বদলি করা হয়নি, তা নিয়ে এদিন আদালতে প্রশ্ন তোলেন বিচারপতি। জুডিশিয়াল অফিসারকে এদিন আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।
কলকাতা: রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে আদালতে হাজির হওয়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিকেল ৪ টের পর তিনি এই নির্দেশ দিয়েছেন। এদিন বিকেল ৫টায় আইনমন্ত্রীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রথমবার বিচারপতির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আইনমন্ত্রীকে আদালতে তলব করা হয়েছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় এদিন পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলে সিবিআই। প্রশ্ন ওঠে নিম্ন আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়েই। ওই বিচারকের বদলি হওয়ার কথা থাকলেও, কেন এখনও তা হয়নি, তা জানতেই আইনমন্ত্রীকে তলব করা হয়েছে।
কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, তাঁকে জেরার নামে হেনস্থা করছে সিবিআই। নিম্ন আদালতে একটি চিঠি দিয়ে এই অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই মামলায় বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দেশ দিয়েছিলেন, পুলিশ চাইলে তদন্ত শুরু করতে পারে। বিচারকের এই নির্দেশ নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়া, সিবিআই-এর আনা চার সাক্ষীকে কেন জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হল, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। এরপরই বিচারপতি নির্দেশ দেন, ৪ অক্টোবরের মধ্যে বদলি করতে হবে বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে।
এ বিষয়ে কথা বলার জন্য বুধবার বিকেল ৪টেয় জুডিশিয়াল অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি। জুডিশিয়াল সেক্রেটারি আদালতে গিয়ে জানান, বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলি সংক্রান্ত ফাইল পাঠানো আছে আইনমন্ত্রীর কাছে। ২৫ অগস্ট থেকে মন্ত্রীর কাছে পড়ে আছে সেই ফাইল। এতদিনেও কেন সেই ফাইল কার্যকর হল না, তা জানতেই মন্ত্রীকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়।