Justice Abhijit Ganguly: ১০ দিনের মধ্যে দিতে হবে ৬ লক্ষ টাকা, ECL-এর জেনারেল ম্যানেজারকে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 02, 2023 | 5:58 PM

Justice Abhijit Ganguly: অভিযোগ, নিজেদের খেয়াল খুশি মতো বেতন দিচ্ছে ইসিএল। স্কুলগুলির কোনও উন্নয়ন করা হচ্ছে না বলেও দাবি করা হয়েছে। তাঁদের অভিযোগ, স্কুলগুলি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে সংস্থা।

Justice Abhijit Ganguly: ১০ দিনের মধ্যে দিতে হবে ৬ লক্ষ টাকা, ECL-এর জেনারেল ম্যানেজারকে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: ইস্টার্ন কোলফিল্ডের চেয়ারম্যান তথা জেনারেল ম্যানেজারকে ১০ দিনের মধ্যে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে। ইস্টার্ন কোলফিল্ডের অধীনে থাকা স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকারা টাকা না পাওয়ায় অভিযোগ সামনে আসে। সেই অভিযোগ নিয়েই মামলা হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। ইস্টার্ন কোলফিল্ডের নিয়ন্ত্রণে থাকা স্কুলগুলির শিক্ষক ও শিক্ষিকাদের কতজনের বেতন বকেয়া রয়েছে ও মোট কত টাকা বকেয়া আছে, তার তালিকা দুদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডের মোট ৯টি ও পশ্চিমবঙ্গের ৭টি স্কুল আছে।

ওই সব স্কুলে বিএড ডিগ্রি প্রাপ্ত শিক্ষক, শিক্ষিকারা মাসে ৭০০০ টাকা করে বেতন পান, স্নাতক শিক্ষক-শিক্ষিকার মাসে ৫৫০০ টাকা এবং তার কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষকরা মাসে ৫০০০ টাকা করে বেতন পেয়ে থাকেন।

অভিযোগ, নিজেদের খেয়াল খুশি মতো বেতন দিচ্ছে ইসিএল। স্কুলগুলির কোনও উন্নয়ন করা হচ্ছে না বলেও দাবি করা হয়েছে। তাঁদের অভিযোগ, স্কুলগুলি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে সংস্থা। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হন ৪৪ জন শিক্ষক শিক্ষিকা। এক বছরের ওপর বেতন বন্ধ বলে মামলায় দাবি করা হয়েছে। সব শুনে বিচারপতি বলেন, ‘ইসিএল না চালাতে পারলে, রাজ্যের হাতে স্কুলগুলি দিয়ে দিন।’ সেই সঙ্গে অবিলম্বে ৬ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন তিনি।

উল্লেখ্য, এ রাজ্যে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এখনও বেশ কয়েকটি মামলা বিচারাধীন। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে দুটি মামলা সরানো হয়েছে তাঁর বেঞ্চ থেকে।

Next Article