Recruitment Case: প্রধান শিক্ষক নিয়োগেও বেনিয়ম! স্থগিতাদেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Recruitment Case: আজ বৃহস্পতিবার এই মামলায় সওয়াল জবাব চলে আদালতে। রাজ্যের বক্তব্য, শুধুমাত্র বয়স এবং অভিজ্ঞতার নিরিখেই প্রধান শিক্ষক নিয়োগ হয়। জেলা স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম মেনেই এই নিয়োগ হয়।

Recruitment Case: প্রধান শিক্ষক নিয়োগেও বেনিয়ম! স্থগিতাদেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 30, 2023 | 4:15 PM

কলকাতা: কাউন্সেলিং ছাড়াই হয়ে গিয়েছে নিয়োগ। এমন অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই নিয়োগেই এবার স্থগিতাদেশ দিল আদালত। আপাতত এই নিয়োগ করা যাবে না বলে বৃহস্পতিবার নির্দেশ দিলেন বিচারপচি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দক্ষিন ২৪ পরগনার কয়েকটি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ ওঠে। ২০২৩ সালেই বেশ কয়েকজন প্রধান শিক্ষককে নিয়োগ করা হয়। তা নিয়েই অভিযোগ ওঠে। নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় যখন জর্জরিত শিক্ষা দফতর, তখন এই নতুন অভিযোগে বেড়েছে অস্বস্তি।

আজ বৃহস্পতিবার এই মামলায় সওয়াল জবাব চলে আদালতে। রাজ্যের বক্তব্য, শুধুমাত্র বয়স এবং অভিজ্ঞতার নিরিখেই প্রধান শিক্ষক নিয়োগ হয়। জেলা স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম মেনেই এই নিয়োগ হয়। তবে মামলাকারীর দাবি, বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনায় কাউন্সেলিং-এর মাধ্যমেই নিয়োগ হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপাতত ওই জেলায় নতুন নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি আছে। শুনানির গতি প্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকছে সবার। উল্লেখ্য, বর্তমানে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় একের পর এক অভিযোগ উঠেছে। বর্তমানে সেই মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।