Justice Abhijit Ganguly: মুখ্যমন্ত্রীর বই কিনবেন? সাংবাদিকের প্রশ্নে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন…

Feb 16, 2023 | 1:07 PM

Kolkata Book Fair: তাঁকে দেখা মাত্রই উপচে পড়ে ভিড়। সেই ভিড় ঠেলেই বিভিন্ন স্টল থেকে বেশ কিছু বই সংগ্রহ করেন। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। এমনকী মেলা প্রাঙ্গনে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বই কিনবেন তিনি।

Justice Abhijit Ganguly: মুখ্যমন্ত্রীর বই কিনবেন? সাংবাদিকের প্রশ্নে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন...
বইমেলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Follow Us

কলকাতা: কারোর কাছে তিনি ভগবানের সমান। কেউ কেউ আবার মনে করেন তিনি না থাকলে নিয়োগ কেলেঙ্কারির পর্দা হয়ত এত দ্রুত ফাঁস করা সম্ভব ছিল না। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। দু’দিন আগে কলকাতা বইমেলায় গিয়েছিলেন তিনি। তাঁকে দেখা মাত্রই উপচে পড়ে ভিড়। সেই ভিড় ঠেলেই বিভিন্ন স্টল থেকে বেশ কিছু বই সংগ্রহ করেন। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। এমনকী মেলা প্রাঙ্গনে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বই কিনবেন তিনি।

গত বৃহস্পতিবার বইমেলা ঘুরে দেখেন বিচারপতি। তাঁকে দেখতে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন ভবিষ্যতে লিখবেন কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিচারপতি জানান, তাঁর ইচ্ছে আছে। সেখানে তাঁর অভিজ্ঞতার কিছু কথা থাকবে বলেও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এ দিনের মেলায় সাধারণ মানুষের পাশাপাশি চাকরি প্রার্থীদের মধ্যেও কেউ-কেউ উপস্থিত ছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দেখে তাঁদের মধ্যে কেউ কেউ থমকে দাঁড়িয়ে পড়েন। কেউ আবার মুখ বাড়িয়ে বলেন, “স্যার আমি ২০১৭ সালের চাকরিপ্রার্থী” কেউ জানান, “আমি ২০১৪ সালে চাকরিপ্রার্থী। দেখবেন চাকরিটা যেন হয়।” একজন আবার বললেন, “আমরা চাকরি পেয়ে বুঝতে পারছি যাঁরা চাকরি পাচ্ছেন না তাঁদের কী কষ্ট।” এরপরই তাঁর হাত ধরে বিচারপতি বলেন, “আপনার সঙ্গে দেখা হল। কথা হল। ভাল থাকবেন।” তার উত্তরে পাল্টা ওই ব্যক্তি বলেন, “আপনিও ভাল থাকবেন স্যার। আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি।” এরপর কিছুটা এগোতেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রীর বই কিনবেন? উত্তরে বিচারপতি বলেন, “নিশ্চয় কিনব। কেন কিনব না। উনি একজন লেখক।”

 

 

Next Article