
কলকাতা: নতুনদের সঙ্গে পুরনোদের পরীক্ষায় বসানো নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। আর এবার এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা নিয়েও কি সংশয় হাইকোর্টের? এই পরীক্ষার ভবিষ্যত কী কেউ জানে না। তাই নথি যাচাই নিয়ে এত ব্যস্ততা কীসের? তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।
বুধবার এসএসসি সংক্রান্ত সব মামলাই কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রকমই একটি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী। আগামিকাল অর্থাৎ শুক্রবারই মামলাটির শুনানির জন্য প্রার্থনা করে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন ওই আইনজীবী। তিনি বারবার বলতে থাকেন, শীঘ্রই নথি যাচাই শুরু হবে। ফলে শুক্রবার থেকেই যেন এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে একত্রে শুনানি করা হয়। এরপরেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি। তিনি বলেন, “পরীক্ষার কী হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন।”
প্রসঙ্গত, নতুন করে এসএসসি যে পরীক্ষা নিয়েছে সেই মামলাটিও এখন কোর্টে উঠছে। বৃহস্পতিবার ছিল মামলার শুনানি। সেখানে অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়ার বিষয়টি আদালতে ওঠে। সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন বলে,”আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফ্রেশারদের ইনক্লুড করতে। কোর্ট শুধু বলেছিল, একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষা না দেয় এবং দুর্নীতি মুক্ত পরীক্ষা যাতে হয়। রাজ্য যখন পুরনো-নতুনদের মিলিয়ে একসঙ্গে পরীক্ষা নিয়েছে, তখন সবটা তারাই বুঝবে। তবে যাঁরা যোগ্য প্রার্থী তাঁরা যেন কোনওভাবেই সমস্যায় যেন না পড়েন।” এরপর আজ হাইকোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ।