Calcutta High Court: ‘বিধানসভার ভিতরে কি হুমকির বিষয় আছে যে নিরাপত্তা লাগবে?’ শুভেন্দুকে প্রশ্ন বিচারপতি সিনহার

Calcutta High Court: উল্লেখ্য, বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের প্রবেশাধিকার নেই। সেই প্রবেশাধিকার চেয়েই মামলা হয়। আজ শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করে জানতে চান,"শুভেন্দু অধিকারী কেন্দ্র এবং রাজ্য দু'টি নিরাপত্তাই পান?"

Calcutta High Court: বিধানসভার ভিতরে কি হুমকির বিষয় আছে যে নিরাপত্তা লাগবে? শুভেন্দুকে প্রশ্ন বিচারপতি সিনহার
বিচারপতি অমৃতা সিনহাImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 11, 2025 | 1:19 PM

কলকাতা: বাদল অধিবেশনের শুরুতেই কলকাতা হাইকোর্টে বিধানসভা বিরোধী দলের নিরপত্তা ইস্যু। নিরাপত্তারক্ষীদের (কেন্দ্রীয় বাহিনী) বিধানসভা চত্বরে প্রবেশাধিকার নিয়ে শুনানি চেয়ে আবেদন হয়েছিল হাইকোর্টে। আজ বুধবার ছিল সেই মামলার শুনানি।

উল্লেখ্য, বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের প্রবেশাধিকার নেই। সেই প্রবেশাধিকার চেয়েই মামলা হয়। আজ শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করে জানতে চান,”শুভেন্দু অধিকারী কেন্দ্র এবং রাজ্য দু’টি নিরাপত্তাই পান?” এরপর বিচারপতির প্রশ্ন, “বিধানসভার ভিতরে কি হুমকির বিষয় আছে নাকি! যে নিরাপত্তার প্রয়োজন? আপনি আপনার নিরাপত্তারক্ষী ভিতরে পারবে প্রবেশ করাতে চাইছেন। এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশ কীভাবে সম্ভব?” বিচারপতির প্রশ্ন, “বিধানসভার ভিতরে প্রবেশ করে কীভাবে বাইরের মানুষ হুমকি বিধায়কদের।”

উল্লেখ্য, রাজ্য তো বটেই একই সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবছরই স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি তাঁর নিরাপত্তা আরও বাড়িয়েছে। এতদিন পশ্চিমবঙ্গের মধ্যেই তাঁর জন্য নির্দিষ্ট ছিল জেড ক্যাটেগরির নিরাপত্তা। কিন্তু অন্য রাজ্যে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা পেতেন। তবে জেড ক্যাটেগরির নিরাপত্তা গোটা দেশেই পাবেন নন্দীগ্রামের বিধায়ক।